কঙ্কালে বোনা জাল

হৃদয়ের স্পন্দন ১ মে ২০১৭, সোমবার, ১০:৩০:০৯অপরাহ্ন বিবিধ ৩ মন্তব্য

একদিন ঠিক ঝুলে যাবো
মধ্যরাতের আধারে তালা ঝুলাবে কোনো এক বন্ধু,
সবাই ভাববে এখানে কেউ নেই!!
এ বাড়িতে কেউ নেই।
কিছুদিন আগেও থাকতো হতভাগা এক ছেলে;
মনের দুঃখে গেলো কোন বনে-
তা কেবা জানে!

জানবেইনা কেউ,
এ অন্ধকার বাড়িতে ফ্যানের সিলিঙে দড়িতে ঝুলে এক দেহো,
মধ্যরাতের আধারে ঝুলেছিলো সে।
দিন, সপ্তাহ মাস কেটে যাবে-
নিরুদ্দেশ মানুষ টাকে খোঁজা হবে কিছুদিন,
তবে ঘাটের পয়সা খরচ করে মাইকিং হবেনা-
দেখা যাবেনা জাতীয় দৈনিকের কোনো স্থানে এক ছবি।
নীলসাদার মুখচ্ছবি ওয়েব কিংবা কিছু ব্লগে খুঁজতে দেখা যাবে এক ছেলেকে,
অখাদ্য হাবিঝাবি লিখে কেবল বিরক্ত করার কারণে।
বহুদিন বাদে,
ওয়ারিশ অথবা স্থানীয় প্রভাবশালী,
ভেঙ্গে ফেলবে সে তালা,
উদ্দেশ্য পুরোনো আসবাব সাথে কিছু জমি,
অথচ তারাই আবিস্কার করবে-
মরচে ধরা ফ্যানের সিলিঙে ঝুলে থাকা কালচে কঙ্কাল;
যার দেহে বুনেছে মাকড়সা তার শৈল্পিক জাল।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ