অঘ্রাণের সন্ধ্যে

নীলাঞ্জনা নীলা ৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১২:১৬:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩০ মন্তব্য

জ্যোৎস্নার প্লাবন...

চাঁদের ঘোলাটে আলো'কে চুমু খায় মেঘের আস্তর;
যেনো আবেগী হাত বুলায়
আকাশের গায়।
হিম হিম সন্ধ্যে ওড়ায় কুয়াশার চাদর
আদুরে স্পর্শের সন্ধানে কতো কী যে বদল আনে প্রকৃতি!
আচ্ছা,
আমার মতো উষ্ণতায় মাখামাখি করে নিতে চায়, সেও কি?
সন্ধ্যের এই রহস্যময়ী রূপ চেয়ে চেয়ে দেখে নির্জনতার অপ্সরীকে
দিঘীর শান্তজলে শিহরণ জাগে,
রোমাঞ্চপ্রিয় এক অপরূপ সন্ধ্যে
তার চোখে আঁকে অঘ্রাণের কাজল।

হ্যামিল্টন, কানাডা
১৯ নভেম্বর, ২০১৮ ইং।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ