
হয়তো আমি নই, নয় এই দেহ . . .
তোমার সত্তা জুড়ে নিবে , অন্য কেহ . . .
রং তুলিতে রাঙিয়ে দিবে , তোমার . . .
স্বপ্নের মানুষ , যে জন . .
তার তরে হবে নিবেদিত প্রাণ . . .
তোমার উদয় , আমি বিভাজন . . . . . . . !
পূর্ণ অবকাশে , বিষন্ন প্রহরে . .
একাকী নির্জনে , কিংবা শূণ্য ঘরে . . .
যদি বাজে কাঁকনের ঝন ঝন . . .
কিংবা নূপুরের ঝুমুর ঝুমুর ধ্বনি . . .
ভাবনার আকাশে অচেনা মেঘ এসে . .
হাত ছানি দেয় যদি , এমনি . . .
তারে দিও না ঠাঁই . .
সে যে ছিল বৃথাই . .
যা সত্য না . . .
তারে দাও ঘৃণা . . .
যা হতে মানা . . .
তারে দাও বঞ্চণা . .
যা করেছো ত্যাগ . . .
তার জন্য নয়, আর ভাবাবেগ .. . . !
আজ বিদায়, বি – দায় . . .
ফেলে আসা সব থাক অনাদায় . . . . !
১৯টি মন্তব্য
সঞ্জয় মালাকার
শুভ সকাল দাদা শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
চমৎকার লেখা ভালো লাগলো খুব।
আজ বিদায়, বি – দায় . . .
ফেলে আসা সব থাক অনাদায় . . . . !
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ হয়েছে ভাইয়া। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
ত্রিস্তান
আজ বিদায়, বি – দায় . . .
ফেলে আসা সব থাক অনাদায় . . . . !
ফেলে আসা সব থাক অনাদায়ে… দারুন।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
অপূর্ব শব্দশৈলিতে চমৎকার l
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
মনির হোসেন মমি
কী ভাইজান এতো ডট ডট কেন?মনের অবস্থাতো মনে হয় কাহিল। দারুণ লেখা।
কামরুল ইসলাম
লাইন পৃথক বুঝার জন্য
ধন্যবাদ ভাই
অন্বেষা চৌধুরী
আজ বিদায়, বি – দায় . . .
ফেলে আসা সব থাক অনাদায় . . . . !
সত্যিই অসাধারণ
আজ বিদায়, বি—–দায়….
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
দালান জাহান
খুবই সুন্দর রোমাঞ্চিত কবিতা। মুগ্ধতা কবি
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
পূর্ণ অবকাশে , বিষন্ন প্রহরে . .
একাকী নির্জনে , কিংবা শূণ্য ঘরে . . .
যদি বাজে কাঁকনের ঝন ঝন . . .
কিংবা নূপুরের ঝুমুর ঝুমুর ধ্বনি . . .
ভাবনার আকাশে অচেনা মেঘ এসে . .
বাহ্ দারুণ
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
এস.জেড বাবু
গভীরতম ভাবনার বহিঃপ্রকাশ
একটু উদাসী মনে হলো
চমৎকার
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা