হয়তো আমি নই

কামরুল ইসলাম ২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ১১:১৮:১২পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

হয়তো আমি নই, নয় এই দেহ . . .
তোমার সত্তা জুড়ে নিবে , অন্য কেহ . . .
রং তুলিতে রাঙিয়ে দিবে , তোমার . . .
স্বপ্নের মানুষ , যে জন . .
তার তরে হবে নিবেদিত প্রাণ . . .
তোমার উদয় , আমি বিভাজন . . . . . . . !

পূর্ণ অবকাশে , বিষন্ন প্রহরে . .
একাকী নির্জনে , কিংবা শূণ্য ঘরে . . .
যদি বাজে কাঁকনের ঝন ঝন . . .
কিংবা নূপুরের ঝুমুর ঝুমুর ধ্বনি . . .
ভাবনার আকাশে অচেনা মেঘ এসে . .
হাত ছানি দেয় যদি , এমনি . . .
তারে দিও না ঠাঁই . .
সে যে ছিল বৃথাই . .
যা সত্য না . . .
তারে দাও ঘৃণা . . .
যা হতে মানা . . .
তারে দাও বঞ্চণা . .
যা করেছো ত্যাগ . . .
তার জন্য নয়, আর ভাবাবেগ .. . . !

আজ বিদায়, বি - দায় . . .
ফেলে আসা সব থাক অনাদায় . . . . !

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ