স্মৃতির মিনার

ছাইরাছ হেলাল ২০ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ০৯:৫১:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

 

কিছু ইতিহাস ঘুমিয়ে আছে, এখানে, ওখানে, ঐখানে-ও,
কিছু ইতিহাস হারিয়ে গেছে, কালের গভীরে,
পালিয়েছে চুপিসারে, ভান-ভণিতাকে সাথী করে,
আবেগি নীরবতায় কেউ কেউ;
কিছু ইতিহাস শুয়ে আছে স্মৃতির সৌধে,
ঘুমিয়ে আছে পরম মমতায়, আগলে রাখা শিশুর মত;

শরীরী সংকেতে, শহুরে অভিমানের সংক্ষুব্ধতা নিয়ে,
রাত জাগার ব্যারাম ছুঁয়ে, হাপিত্যেশের খাবি খেতে খেতে,
ঘুস ঘুসে জ্বরে জ্বরে কষ্টের পোয়াতি বয়ে বয়ে;

ঘুট-ঘুটে শীতের আতীব্র ফুট-ফুটে প্রহরে ভুতেরা আসে,
হাসে, অট্টের হাসিতে, নানা সাজে, নানান বেশে!
ট্রাউজারের পকেটে হাত ফেলে ভারী মোজা পায়ে
শীত উপেক্ষা করে; মনোরঞ্জনের ভাব নিয়ে, সুবোধের ঢঙ্গে;

মহামহিম ভুত/পেত্নীরা কান্না-হাসিতে ভেঙ্গে পড়ে,
জড়িয়ে-গড়িয়ে ইতিহাসের পরতে পরতে,
নিরুদ্দেশের নীলাভ হৃদয় !!

ছবি নেটের।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ