স্বাধীন মানুষের পরাধীন মন

খাদিজাতুল কুবরা ২৫ জুলাই ২০২২, সোমবার, ০৩:৫১:৫৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

সেই তো তুমি এলে,

যখন ঘনিয়ে আসছে মেঘমেদুর সন্ধ্যা!

অনুভূতিরা স্বেচ্ছা বন্ধ্যাত্ব নিয়ে ঝাড়া হাতপা।

গোধূলির কাছে ছিল কিছু পুরনো ঋণ,

চুকিয়ে দিয়ে এখন আমি অন্ধকারে অবনতা মৌণ!

পিছুডাক শুনে দুরুদুরু বুকে জাগে শিহরণ!

একই সঙ্গে পায়ের বেড়ি বেজে ওঠে ঝনঝন।

দেখা হলো আমাদের সমরখন্দের তীরে,

সভ্যতার পরিখা মধ্যিখানে।

বেওকুফ হরমোন যখন দক্ষ তীরন্দাজ।

ছেয়ে যায় শিরা উপশিরায় বিষাক্ত ফলার নীল বিষ!

ধুপধাপ মাইগ্রেন কেড়ে নেয় কতশত ঘন্টা, দিন।

উপসর্গে প্রকাশ পায় শরীরবৃত্তীয় সুরতহাল প্রতিবেদন।

নির্বিবাদী এজলাসে কৌশুলীর একচ্ছত্র আধিপত্য, সভ্যতাই জিতে যায় যদিও তথাকথিত।

অথচ এসব মেধা পচানোর রসদ,

প্রয়োজন বিবর্তন।

অদ্ভুত বিচার প্রক্রিয়া এ সমাজ ব্যবস্থার,

এখানে মানুষ স্বাধীন, পরাধীন মন!

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ