স্বগতোক্তির বীণ

ছাইরাছ হেলাল ২৯ নভেম্বর ২০২১, সোমবার, ১১:৪৩:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

তাজা কবর দেখে থমকে যেয়ে কাছে ঘেঁসে দাঁড়াই,
দেখি, লবণ-চোখ-স্বজনেরা ছুঁড়ে দিচ্ছে
মুঠো মুঠো মাটি, কান্না উগড়ে, চেপে রেখেও;

অশ্রুহীন আমি! ভাবি-------------
রোজ ই তো কত কত কত্তজন হারিয়ে যাচ্ছে
মৃত্যু-নিয়ম মেনে,
অনাথ শিশু আর অকাল বৈধব্যরা ও সংখ্যা বাড়াচ্ছে;

ঘাটের মরারা ও বেহদ টিকে যাচ্ছে
বেপরোয়া ব্যারাম কে তুচ্ছ-তাচ্ছিল্যের তুড়ি মেড়ে,
বিরহ কাতরতার সর্বান্তকরণে;

শুধুই ফেলে আসা আলোক আলোক প্রেমম প্রথম সুখ মুহূর্তগুলোতে
ফিরেও যেতে চায়, নির্জনতার সুখ-চুম্বনের হাত ধরে ধরে,
অসম্ভব-স্বপ্ন জেনে-বুঝেও স্মৃতির বৈঠকখানায় গা-এলায়,
অমরত্ব যখন শুধুই হাসে
অলীক যাপনের সামান্য যতিচিহ্নহীন স্থায়িত্বে;

স্বগতোক্তির বীণ বলছে, আসতে হবে তো বাছা!! তৈরি তো?

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ