সোনেলা মন্তব্য – ১

নাসির সারওয়ার ১৫ আগস্ট ২০১৬, সোমবার, ০৪:১৫:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ৫২ মন্তব্য

সোনেলায় আমি তখন বেশ নতুন। প্রথম দিকে শুধু লুকিয়ে লুকিয়ে পড়তাম, এরপর দু'একটা মন্তব্য। তারপর অনেক সাহস করে দু'একটা লেখা লিখেই ফেলি, যা আমার কম্ম না। অনেক উঁচু মানের লিখিয়েরা আছেন এখানে। দু'চার জনের লেখা তো বোঝার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়। মাঝে মাঝে বলতে হয়, “বাহ বেশ হয়েছে, ওই অংশটা এমন, সেই অংশটা তেমন, তবে আমি কিছুই বুজি নাই”। কী বুঝি নাই, মাঝে মাঝে তাও বলতে পারিনা। এখন ভাবছি, লেখা লিখি আমাকে দিয়ে হবেনা। তাই বলে থেমে থাকবো! নাহ, তাও হবেনা।

এখানকার অনেক লেখার ভাঁজে অনেক অনেক মন্তব্য পড়েছি যা অনেক ভালো লাগা দেয় আমাকে। একটা মন্তব্য তৈরি করে আরও অনেকগুলো মন্তব্যকে। কয়েকজন তো আবার মন্তব্য কন্যা বা গুরু হিসাবে ব্যাপক পরিচি্তি। যদিও কয়েকজনকে ইদানীং দেখা যাচ্ছে না। কেন তা হচ্ছে! ব্যাপারটা আমার মত অকর্মণ্যের মাথায় আসে না। হয়ত ব্যস্ততা নয়তো অভিমান। কী জানি ওসব। তবে আমি কিন্তু ভীষণ মিস করি। আহা কী প্রাণ তাদের লেখায় এবং মন্তব্যে।

তাই এখন থেকে আমি মজার মজার মন্তব্য গুলো নিয়ে আসব এখানে। শুরু করি নিজের একটা দিয়ে।

জীবন তরী” নামের একটা কবিতা, যেখানে কবি তার ভালোবাসার মানুষকে নিয়ে পূর্ণিমার রাতে নদীর মাঝে জ্যোৎস্না স্নানে গেছেন। তার ভয় হচ্ছে মাঝি যদি তাকে পানিতে ফেলে দেয়, কারণ সে সাতার জানেনা। সেই কবিকে সাহস দেয়ার জন্য আমার মন্তব্য চেষ্টা

নাসির সরওয়ার বলছেন;

ডিসেম্বর ১০, ২০১৫, ৫:২৭ অপরাহ্ন

অথৈ সাগরে, কোলাহল থেকে দূরে
ঢেউ গুনে গুনে, যাকনা ক্ষণ মধুর সুরে

মাঝি আছে পাশে, ফেলবে না জলে (কারণ আমি সাতার জানিনা!)
রাখিবে মোরে, ভালবাসার তলে। (সন্দেহ আছে)

মোর নাও চলে, জোছনা রাতে (ছবিটা বেশ)
মাঝি শুধু বলে, আর পারবো নারে (বেটা ভয় পেয়েছে)

দুজনে মিলে, করি জলকেলি
ফোটাবো মোরা, ফুলের কলি (ডাহা সত্য নয়)

আমি বলি তাকে, থাকো মোর সাথে (বললেই যদি থাকতো !)
নিয়ে যাবো তোমায়, ভালবাসা পথে। (এমন পথটি কোথায়???)

0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ