
পৌষ আমাদের প্রত্যেকেরই পছন্দের ঋতু। কবি লেখকদের লেখায় পৌষ প্রত্যেকবারই এক অনন্যরুপে ধরা দেয় হিম ঠান্ডার মাঝে এক উষ্ণ আগমনী বার্তা নিয়ে। পৌষকে নিয়ে কত শত স্মৃতি, কত গল্পগাঁথা লেখা হয়েছে গল্প-কবিতায়, অপ্রকাশিত ডায়েরির পাতায় তা অন্তহীন হিসেবের বাহিরে। শীতের কুয়াশাভেজা ভোরে নতুন চাল ভাঙানো আটার গরম গরম ভাঁপা পিঠে, খেজুরের রসে গলা ভেজানো কার না পছন্দ বলুন? বাসায় নানানরকম পিঠে বানানোর ধূম পড়ে যায়। পিঠাপুলির উৎসবে চারিদিকে সাজ সাজ রব ওঠে।
নাম জানা অজানা নানান ফুলের ম’ ম’ ঘ্রাণে মাতোয়ারা থাকে প্রকৃতি। ছোটবেলায় স্কুল ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া, নানা-নানী, দাদা-দাদীর আদরমাখা শাসন উপেক্ষা করে ছুটে বেড়ানো, কুয়াশাভেজা মেঠো পথে খালিপায়ে হাঁটার দৃশ্য আমাদের স্মৃতিতে অম্লান হয়ে রয়েছে।
শহরের নিত্যদিনের ব্যস্ততাকে ভুলে ইট-পাথরের দেয়াল ঘেরা এই যান্ত্রিক ভীড় ছেড়ে চলুন কিছু সময়ের জন্য হাড়িয়ে যাই সোনেলার পৌষ সংক্রান্তি উৎসবে। পৌষ পার্বণের এই ঋতুকে স্মরণে রাখতে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ আপনাদের জন্য পৌষ সংক্রান্তি লেখা উৎসব শুরু করতে যাচ্ছে। কি দারুণ! তাইনা?
আপনাদের সবার সহযোগীতা এবং অংশগ্রহণে সোনেলা ব্লগ সফলভাবে হেমন্ত বন্দনা উৎসব উৎযাপন করতে পেরে যারপরনাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। সাফল্যের এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে ব্লগ কর্তৃপক্ষ পৌষ সংক্রান্তি উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে। এবারের পৌষ সংক্রান্তি উৎসবের সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হচ্ছে- লেখকগণের স্বীকৃতি। ব্লগ কর্তৃপক্ষ এই উৎসবকে স্মরণীয় করে রাখতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান প্রাপ্ত লেখকদের পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। হেমন্ত বন্দনা উৎসবের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীরাও এই পুরস্কারের আওতায় আসবেন। কি বলেছিলাম না সারপ্রাইজিং! এখন খুশিতো?
তাই আর দেরী নয়। সোনেলার প্রিয় লেখকগন, আপনারা পৌষ ঋতুকে নিয়ে আপনাদের অনুভূতি লিখুন সোনেলা ব্লগে এবং সোনেলার ফেসবুক গ্রুপে। সাহিত্য, গল্প, কবিতা, স্মৃতিচারণা, একান্ত অনুভূতি, চিঠি যে কোন বিভাগেই লিখতে পারবেন সবাই।
পৌষ সংক্রান্তি উৎসব – ( এখানে আপনার লেখার শিরোনাম) ।
মনে রাখবেন, আপনার লেখার শিরোনামের সামনে অবশ্যই পৌষ সংক্রান্তি উৎসব কথাটি লিখতে হবে।
এরপরে যে বিভাগে লেখা দিতে চান অর্থাৎ – গল্প, কবিতা, চিঠি, রম্য ইত্যাদি বিভাগ সিলেক্ট করে লেখা প্রকাশিত করবেন।
ব্লগের লেখাগুলিকে আমাদের সম্মানিত বিচারকগন যাচাইবাচাই করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করবেন।
লেখা প্রকাশের সময়সীমাঃ
০৫/০১/২০২০ রবিবার হতে।
শেষ সময়-
৩০/০১/২০২০ তারিখ বৃহস্পতিবার রাত ১১.৪৫ মিনিট পর্যন্ত।
ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখঃ
০৩/০২/২০২০ সোমবার।
★★ সোনেলা ব্লগে লেখা উল্লেখিত সময়ের মধ্যেই যাতে দিতে পারেন সেজন্য আপনাদের সুবিধার্তে এত বেশি সময় দেয়া হলো। পরবর্তীতে সময় বৃদ্ধির আবেদন কেউ করবেন না আশাকরি। কারন এই সময় বিচারকগনকেও তাঁদের মুল্যবান সময় আগে থেকেই বের করে রাখতে হয়। মনে রাখবেন, সময় বাড়ানো মানেই বিচারিক কার্যক্রমে স্থবিরতা চলে আসা যা কিছুতেই কাম্য নয়।
(মনোযোগ দিয়ে পড়ুন)
১. একজন লেখক পৌষ সংক্রান্তি উৎসব শিরোনামে শুধুমাত্র একটি লেখাই দিতে পারবেন। আপনার লেখার শিরোনামের পূর্বে পৌষ সংক্রান্তি উৎসব না লিখলে সেটি বিচারিক কার্যক্রমে আসবে না।
২. আপনার লেখাটি অবশ্যই সোনেলা গ্রুপে শেয়ার করতে হবে। লেখার লিংক সোনেলা ব্লগের ফেসবুক গ্রুপে শেয়ার না করলে তা এই পোস্টে আপডেট করা হবেনা।
৩. এবারের বিচারিক কার্যক্রমে গল্প এবং কবিতা এ দু’টিকে আলাদা আলাদা বিভাগে রাখা হয়েছে। বিচারকগনের মতামতের ভিত্তিতে কবিতাগুলি কবিতা বিভাগে এবং বাকী সব বিভাগের লেখাগুলিকে গল্প বিভাগের আওতায় এনে বিচারিক কার্যক্রম চালানো হবে। ফলে ফলাফল ঘোষণা হবে দু’টি আলাদা বিভাগে- গল্প এবং কবিতা।
৪. ছবি ব্লগ বিভাগে পৌষ সংক্রান্তি উৎসব শিরোনামে লেখা দেয়া যাবেনা।
৫. স্থান নির্ধারণের (১ম,২য়,৩য়) বিষয়ে বিচারকদের রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৬. কিসের ভিত্তিতে লেখার মানদণ্ড নির্ধারণ করা হবে মনে প্রশ্ন এলে জেনে রাখুন – লেখা সর্বোচ্চ পঠিত, সর্বোচ্চ শেয়ার বিবেচ্য হবেনা। বিবেচ্য হবে লেখার মান, শব্দ বিন্যাসের মুন্সিয়ানা, বানান, যতিচিহ্নের ব্যবহার ইত্যাদি বিষয়গুলি যা বিচারকগন বিবেচনা করবেন।
৭. এডমিনগন পৌষসংক্রান্তি উৎসবে লেখা দিতে পারবেন তবে তাদের লেখা বিচারিক কার্যক্রমের আওতাধীন থাকবে না।
এই কার্যক্রমের যেকোন পরিবর্তিত সিদ্ধান্ত ব্লগ এডমিনগন নিতে পারবেন। যা আপনাদের সোনেলার ফেসবুক গ্রুপে পোষ্ট দিয়ে জানানো হবে। কারও কিছু জিজ্ঞাসা এবং পরামর্শ থাকলে মন্তব্যে বলতে পারেন।
সবাইকে পৌষ সংক্রান্তি উৎসবে লেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভ ব্লগিং।
তৌহিদ
উপদেষ্টা, সোনেলা ব্লগ টিম
===============================
পৌষ সংক্রান্তি উৎসবে প্রাপ্ত লেখাসমূহ-
১। পৌষ সংক্রান্তি উৎসব – হিমশীতল স্থবিরতা নিয়ে এসেছে পৌষ। লিখেছেন – ব্লগার তৌহিদ।
৩। পৌষ সংক্রান্তি উৎসব, মা-গো পৌষ যে এসেছে তোমার দুয়ারে – লিখেছেন ব্লগার সঞ্জয় মালাকার।
৪। পৌষ সংক্রান্তি উৎসব-“পৌষের পিঠা” – লিখেছেন ব্লগার মনির হোসেন মমি।
৫। পৌষ সংক্রান্তি উৎসব – গাছি লিখেছেন ব্লগার কামাল উদ্দিন।
৬। পৌষ সংক্রান্তি উৎসব, শীত গরীবের জন্য এসেছে – লিখেছেন সঞ্জয় মালাকার।
৭। পৌষ সংক্রান্তি উৎসব – পৌষ সংক্রান্তি লিখেছেন ব্লগার সাদিয়া শারমীন।
৯। পৌষ সংক্রান্তি উৎসব – আজ পৌষীর বিয়ে – লিখেছেন ব্লগার শবনম।
১০। পৌষ সংক্রান্তি উৎসব – বাতি আছে পথে পথে- লিখেছেন ব্লগার এস.জেড বাবু।
১১। পৌষ সংক্রান্তি উৎসব- ছন্নছাড়া বোহেমিয়ানের পৌষ বন্দনা- লিখেছেন ব্লগার তৌহিদ।
১২। পৌষ সংক্রান্তি উৎসব — পৌষের যে ছবিটি আজও হৃদয়ে অক্ষত- লিখেছেন ব্লগার রেহানা বীথি।
১৩। পৌষ সংক্রান্তি উৎসব, প্রিয় মা তোমার শূন্যতা- লিখেছেন ব্লগার সঞ্জয় মালাকার।
১৪। পৌষ সংক্রান্তি উৎসব- পোয়াতি পৌষ -লিখেছেন ব্লগার অনন্য অর্ণব।
১৬. পৌষ সংক্রান্তি উৎসব- পৌষ পাবণের পিঠা লিখেছেন- ব্লগার সুপায়ন বড়ুয়া।
১৭. পৌষ সংক্রান্তি উৎসব- (শীত কাব্য) – লিখেছেন ব্লগার সুপর্ণা ফাল্গুনী।
১৮. পৌষসংক্রান্তি উৎসব (পৌষালি প্রকৃতি) লিখেছেন- ব্লগার প্রদীপ চক্রবর্তী।
৫৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো একটি উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাই সোনেলার এডমিন মহোদয় দেরকে। এমন উদ্যোগ মাঝে মাঝে নিলে লেখার মান আরো উন্নত হবে, ব্লগারেরা আনন্দ পাবে লিখে। শুভ কামনা রইলো সোনেলার জন্য।
তৌহিদ
এডমিন কোন বিষয় নয় আপু। ব্লগ কর্তৃপক্ষই হচ্ছেন আসল। তারা আমাদের মেলবন্ধনের প্রতি সর্বদা খেয়াল রাখেন বলেই এই সুন্দর আয়োজন সবার জন্য।
লেখা শুরু করুন আপু। শুভকামনা সবসময়।
সঞ্জয় মালাকার
চমৎকার উদ্যোগ দাদা, বেশ ভালো লাগলো, তবে চেষ্টা করবো কিছু লেখার, হয়তো সবা মতো ভালো হবে বানান শুদ্ধ নাও হতে পারে, তবুও চেষ্টা করবো, ধন্যবাদ শ্রদ্ধে দাদা আপনার জন্য অজস্র শুভ কামনা শুভ ব্ল।
তৌহিদ
আপনার লেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা দাদা।
কামাল উদ্দিন
আসা পৌষ নিয়া করছি ব্লগারদের কাছ থেকে ভালো ভালো কিছু লেখা উপহার পাবো।
তৌহিদ
আপনিও লেখা দেবেন আশাকরি ভাই।
কামাল উদ্দিন
জানিনা আদৌ পারবো কিনা 🙁
তৌহিদ
এসব ফাঁকিবাজি কথা বইলেননা ভাইটি। লিখুন লিখুন।
ছাইরাছ হেলাল
এগিয়ে যাক সোনেলার সোনারা পৌষ উদযাপনে।
তৌহিদ
মহারাজ, প্রথম লেখা আপনার চাই। আপনি কয়টি লেখা দেবেন? তাড়াতাড়ি দিন।
প্রথম পুরস্কার বগলদাবা করতে হবে না?
ছাইরাছ হেলাল
পুরস্কার! সে তো সব-ই আমার আপনি দিলে!
শীত লেখা তো কয়েক হালি ইতোমধ্যেই দিয়ে বসে আছি।
তৌহিদ
আপনার জন্য ইস্পিসাল পুরুস্কার থাকপেঅনে উক্কে?
সুরাইয়া পারভীন
চমৎকার উদ্যোগ। সবার জন্য শুভকামনা রইলো।
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা রইলো আপু। লেখা দেবেন কবে?
সুপায়ন বড়ুয়া
মহৎ উদ্যোদ,
এগিয়ে যাক সোনেলার সোনারা পৌষ উদযাপনে
শুভ কামনা।
তৌহিদ
আপু, সুন্দর একটি লেখা দিন তবে। ভালো থাকবেন।
ইঞ্জা
সুন্দর উদ্যোগ, সোনেলার সকল সোনাদের আহবান করছি উৎসবে স্বতস্পূর্ত ভাবে লেখা দেওার জন্য।
তৌহিদ
ধন্যবাদ দাদা, পৌষ নিয়ে আপনার অনুভুতি জানতে চায় পাঠক। লিখছেন তো?
ইঞ্জা
ভাই নিজের পেটের ধান্ধায় অস্থির, বুঝতেই পারছেন।
তৌহিদ
হ্যা দাদা, বুঝতে পারছি। অন্য এডমিনরাও খুব ব্যস্ত সবাই। এবারে প্রাপ্ত লেখার সংখ্যা আশানুরূপ নয়।
আরজু মুক্তা
হিম হিম লিখা। চেষ্টা করবো
তৌহিদ
ধন্যবাদ আপু, শুভকামনা জানবেন
শবনম মোস্তারী
চমৎকার আয়োজন।
আশা রাখছি অনেক ভালো ভালো লেখা পড়তে পারবো..☺️
তৌহিদ
অবশ্যই, আপনিও লেখা দেবেন আশাকরি।
জিসান শা ইকরাম
ভালো উদ্যোগ,
সাফল্য কামনা করি।
তৌহিদ
ধন্যবাদ ভাই, পৌষ নিয়ে লেখা কবে দেবেন?
নিতাই বাবু
আপনার আহ্ববানে ব্যস্ত হয়ে পড়লাম মনে হচ্ছে! দেখা যাক, পুরনো কিছু স্মৃতি সোনেলার বুকে তুলে ধরতে পারি কিনা!
তৌহিদ
পৌষ উৎসবে আপনার লেখাটি দারুন হয়েছে কিন্তু দাদা। ধন্যবাদ আপনার প্রাপ্য।
এস.জেড বাবু
চমৎকার একটি আয়োজন-
আশা করছি সোনেলায় পূর্বের তুলনায় নতুন দৃষ্টান্ত নিয়ে এই আয়োজন সফল হবে।
সকল প্রিয় লিখকদের প্রতি শুভকামনা।
তৌহিদ
সোনেলা সবসময় চেষ্টা করে নতুন কিছু করার। পাঠক ও লেখকের মেলবন্ধন দৃঢ় হোক এটাই কাম্য।
এস.জেড বাবু
এতোদিনে সেটা বুঝতে পারছি।
নিজে সময় করে উঠতে পারছি না- পড়তে না পারলে পোষ্ট করার মত মন থাকে না। পড়া ও মন্তব্য করার পর পোষ্ট করার মধ্যে ভিন্নতা রাখা যায়। তবে খুব মিস করি সবসময় আর আসছি দ্রুততম সময়ের মধ্যে।
চলমান ইভেন্টে প্রিয় ব্লগারদের জন্য শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
জয় হোক পৌষ সংক্রান্তি উৎসব।
তৌহিদ
জয় হোক সোনেলার।
ফয়জুল মহী
দারুণ উদ্যোগ । সফলতা কামনা করি। সোনেলা আমাদেরই।
তৌহিদ
ধন্যবাদ ভাই, পাশে থাকবেন
সাবিনা ইয়াসমিন
সুন্দর আয়োজন,
সবার জন্যে রইলো শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা সাবিনা আপু।
মোঃ মজিবর রহমান
উতসব চলুক সকল পার্বনে সবার মাঝে।
সব উতসবে মেতে চলুক সবার হৃদয়ে
।
তৌহিদ
সবসময় পাশে থেকে আপনি যেভাবে উৎসান দেন সোনেলার সকলেই অনুপ্রাণিত হয় ভাই। এভাবেই পাশে থাকবেন
মোহাম্মদ দিদার
বেশ ভালো উদ্যেগ।
এ উপলক্ষে বেশ ভালো লেখা পাবো আাশা রাখি।
তৌহিদ
ধন্যবাদ ভাই। শীতে আপনার জীবনে ঘটে যাওয়া যেকোন স্মৃতি নিয়ে লিখতে পারেন সোনেলার পৌষ সংক্রান্তি উৎসবে।
আপনার লেখার অপেক্ষায় রইলাম।
ইসিয়াক
চমৎকার একটি আয়োজন। উদ্যোগটির সাফল্য কামনা করছি।
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাই। সোনেলার এই উৎসবে আপনার লেখার অপেক্ষায় রইলাম। পাঠক কে বঞ্চিত করবেন না যেন।
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো উদ্যোগ।
সোনেলার সোনালি পরিবারে পৌষালী আসুক শুভেচ্ছা নিয়ে।
তৌহিদ
ধন্যবাদ দাদা। আপনি এখন লেখা দেননি কেন সেটা বলেন? পাঠককে এভাবে বঞ্চিত করা মোটেই উচিত নয়। তাড়াতাড়ি লেখা দিন প্লিজ। ভালো থাকবেন দাদা।
প্রদীপ চক্রবর্তী
নিশ্চয় দাদা,
দু একদিনের মধ্য আমার লেখা নিয়ে হাজির হব।
তৌহিদ
ধন্যবাদ দাদা
বন্যা লিপি
পৌষ সংক্রান্তি। সংক্রান্তি বলতে যা বোঝায়,আমার স্মৃতীতে আসলে তেমন কিছুই নেই। পৌষের শীত নিয়ে স্মৃতীকথনেই নাহয় নিয়ে আসবো আমার উপভোগ্য পৌষের শীত।
কতৃপক্ষকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য।
তৌহিদ
জ্বী আপু, পৌষ সংক্রান্তি উৎসব নাম হলেও এখানে আমরা আমাদের শীতকালীন অনুভূতি নিয়েই লিখবো আসলে। যেটি গল্প, কবিতা, স্মৃতিচারণ অনেক কিছুই হতে পারে। অনেকেই এটি বুঝতে পারেননি যেটি জিসান ভাই ক্লিয়ার করেছেন।
লিখুন আপু। আপনার লেখার অপেক্ষায় রইলাম।
মাহবুবুল আলম
বরাবরের মতো আয়োজন সফল হোক! তৌহিদ ভাই ভাল থাকবেন!
তৌহিদ
আপনিও ভালো থাকবেন ভাই।
মোঃ মিজানুর রহমান সুমন
চেষ্টা করবো লিখতে…
দোয়া করি আপনাদের জন্য
অনন্য অর্ণব
তুমি ও অংশগ্রহণ করো মিজান। ভালো হবে।
তৌহিদ
পৌষ নিয়ে আপনার অনুভুতি, কবিতা, গল্প, লিখতে পারেন ভাই।