পৌষ,

ঠান্ডা কাটানোর ব্যর্থ প্রয়াসে
মা-গো আঁচল ভাঁজে থাকলা পরে
পথের ধারে, দুলো বালু আর দূরগন্ধ গায়ে মেখে!
মা-গো গাঁ হিম হয়ে আসে শীতল বাতাসে
মাগো এপাশ - ওপাশ ফিসফিস শব্দ গুণগুণ নানি
শরীর হিম হয়ে আসে তার নিথর আহবানে!

মা-গো পৌষ এসেছে নিরিন্দিয় জীর্ণবসনে
তোমার শরীরের রক্ত মাংসে
ক্ষণিকের মোহ ভেঙ্গে নিদ্রা জাগাতে!
মা-গো তোমার রক্তাম্বর হৃদয়ের অনুভূতি হয়েছে নিঃসাড়
মা-গো লেপ- খাঁথা- আর-শাল, তোমার স্বপ্নের চারদেয়ালে!

মাগো স্বপ্ন দেখিয়ে আশাবরী সে- আজও
আসেনি তোমার কপালে
অথচ চোখ তোমার বিভোর নিরাশ জাগ্রত স্বপ্নে,
মা-গো অব্যক্ত কথার ফুলঝুরিতে নির্বাক চেয়ে থাকলা
দুধের শিশু আঁচলে আগলে।

মা-গো পৌষ যে এসেছে তোমার দুয়ারে
উৎসব মুখর দুঃস্বপ্ন হয়ে!

সঞ্জয় মালাকার //

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ