সকলকে জানাই পৌষ সংক্রান্তি উৎসবের প্রীতি ও শুভেচ্ছা।

পৌষ উৎসব ।

মা-গো পৌষের এই হাড় কাঁপানো শীতের শীতলাতায় নয়,
প্রিয়-মা তোমার শূন্যতায় কাঁপছে প্রতিনিয়ত আমাকে।
মা-গো আগ্নেয়গিরির উত্তাপ দাবানল জ্বলছে বুকে ভিতর,
মা-গো তোমারে না দেখার শূন্যতায়,
জ্বলিয়ে পুড়িয়ে ভস্মীভূত করেছে আমাকে।

সেদিন তোমায় কথা দিয়েছিলাম মা, পৌষের উৎসব আনন্দ তোমার সঙ্গেই করবো,
তা না করে আমি রয়েছি কয়েকশো কিলোমিটার দূরে, দূর প্রবাসে,
মাগো ক্ষমা করো আমারে, আমি আসতে পারিনি বলে।
মা-গো, তোমার দৃষ্টির অন্তরালে, তোমার ধরা ছোঁয়ার বাইরে,
মা-গো তুমিহীনা পৌষ পার্বণ হয় কি কখনো উদযাপন,
মাগো তুমিহীনা উৎসব আনন্দ হয় দুঃস্বপ্ন।

সন্তান,

প্রিয় বাবা, কথা ছিলো পৌষের কুয়াশাছন্ন ভোরে
নগ্ন পায়ে শিশির সিক্ত দুর্বা ঘাসের উপর তোমার হাত ধরে হাঁটবো আমরা দুজন,
শুভ্র তুষার ছড়ানো প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া আমাকে,
তোমার শরীরের উত্তাপ থেকে অনেক ওম দিয়ে উষ্ণতা দেবে আমাকে,
প্রিয় বাবা, তুমিহীনা পৌষের তুষারে পূর্ণস্নানহয় নাকো একা, তুমি আসোনি কেন, তুমি রয়েছ কতো দূরে, তুমি কোনো থাকো দূর প্রবাসে।

স্ত্রী,

প্রিয় সখা তোমার অনুপস্থিতিতে পৌষ সংক্রান্তী উপলক্ষে,
তৈরি করা রংবেরঙের পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।
প্রিয় তুমি ফিরে এসো দ্রুত ভালোবাসার ঘারে,
তারপর তুমি আমি দুজনে মিলে,
পৌষ সংক্রান্তির রসালো পিঠেপুলি আবেশ,
মিষ্টি প্রেমের মমতায় যাবো ভেসে,
প্রিয় সখা তুমি আসোনি কেন, তুমি রয়েছ কতো দূরে।

আমি,
আনন্দের স্বপ্ন হয়েছে দুঃস্বপ্ন, প্রিয় সব
তোমাদের মিষ্টি কথায় আমি হই ধন্য,
প্রিয় জনের হাসি মাখা মুখ হয় আমার উৎসব আনন্দ।
সঞ্জয় মালাকার //

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ