পৌষালী রৌদ্রে দিগন্তের আরক্তিমে আকাশপানে যখন মেঘের ভেলা উড়ে গোধূলি নদীর স্রোতে।
উপায়ন্তরহীন মগ্নতায় মেঘেরা বৃদ্ধ হয় সমুদ্দুরের রাখালিয়া বাঁশির সুরে,
খেয়ালি মাঝির অনুভূতির কবিতা তখন হাওরের বুক জুড়ে উষ্ণতা খুঁজে রক্তজবার রক্তবর্ণ আঁচে।

আমাদের শহরে আজও পৌষালি সন্ধ্যার কুয়াশা ডাকা মাঠ জুড়ে কাবেরী ধানের গন্ধ নামে।
কৃষকের ঘরে ঘরে ভরে উঠে পৌষসংক্রান্তির নবান্ন।
পৌষালি প্রকৃতিতে অনেকটা পথ হাটতে গিয়ে আমাদের ক্লান্ততা আসেনি।
আমরা ঠিক একদিন পৌঁছে যাবো যেখানে বিটপীর স্মৃতিতে কুহেলিকা হারিয়েছিলো তার নাব্যতা।
আমরা ঠিক একদিন পৌঁছে যাবো গ্রাম্য অজিনের রূপরেখা ধরে। যেখানে মুগ্ধতার আবেশে জমা থাকে মৃগ কস্তূরীর গন্ধ। যেখানে সোনালি বিকেলের একপশলা বৃষ্টির আমেজে মর্মরধ্বনির প্রতিধ্বনিতে অভ্রবেদী জুড়ে সুগন্ধিযুক্ত ধূপের সুগন্ধিজাত গন্ধ নামে।
যে শহরে বিধুরের রাখালিয়া বাঁশির স্তব্ধ সুরে রাগরাগিণী গোষ্ঠে ফিরে।
যেখানে গোধূলি সন্ধ্যার কুয়াশাডাকা মাঠ জুড়ে ক্লান্ততার কাদাজলের গন্ধ নামে ।
জারুল হিজলের ডালে সরালি আর ডাহুকের কলরবে মুহুর্মুহু ধ্বনিতে উত্তলিত হয় সবুজের উত্তরীতে ঘেরা সোনালি মাঠের অস্তগমনোম্মুখ সূর্যাস্ত।
যে শেষ বিকেলের পথেয় পান্থ ধরে আমরা উড়িয়েছি ঘড়ি আকন্দ পাতার শ্বেত শুভ্র কষে।
রাতভর শীতের কনকনে আমেজে ভরে কাঞ্চন ফুলের মুকুলাব্ধ। অভিসার জুড়ে খানিকটা ফাল্গুনের মোহনীয় ভাব।
পাহাড়িয়া ঝর্ণা ধারা বেয়ে বেড়ে উঠা বাঁশের গহ্বর জুড়ে কৃষকের প্রাণদোতিত হেমন্তের চালে প্রকৃতির সুগন্ধিত চোঙা পোড়া। গ্রামবাংলার আদি ঐতিহ্য আজও শহরে বড্ড বিলীন হলে প্রকৃতির চলন্তিকা পৌষ তা আমাদের মনে করিয়ে দেয়।
চলমান নদীতটে মৃগ পদচিহ্ন ধরে বন্যবাঘ আহার খুঁজে
যেমন করে প্রকৃতি প্রেমি আজও খুঁজে মৃগকস্তরির সুগন্ধি।
যে পথে প্রিয়তমের মোহনীয় অনুরাগে জমে কাঞ্চনজঙ্গা পাদদেশ জুড়ে।
যে পৌষালি প্রকৃতির অবয়ব রূপ ধরে পূর্ণিমার আলোকিত রাত নামে। সে রাতে আমরা আজ অতন্দ্র প্রহরী হয়ে থাকি। পৌষালি প্রকৃতিতে মাতবো বলে।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ