শীত গরীবের জন্য এসেছে

সঞ্জয় মালাকার ৯ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১০:২১:৩৮পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

হে ঈশ্বর আল্লা...তোমাদের কাছে করি করুণ মিনতি
মিটিয়ে দিও আমাদে শূন্যতা..
যেন একটু আনন্দে বেঁচে থাকতে পারি!
অপেক্ষা,,
তোমার অপেক্ষায়....অভুক্ত রহিল ইচ্ছে
আমি ইচ্ছের কাছে পরাজিত....এ সমাজ হতে!
দুঃখ নেই...আমি তো এখনো পরিপূর্ণ....
আমি তো নই নিচিহ্ন,বস্ত্র শূন্যই তো শরীর
এটাই তো জীবন চরিত্র,জীবনের গল্প!
তবু বলি জীবন মানেই তো দুঃখ বেদনা
জীবন্ত সমাজে আমারা মৃত?
দূরের গল্প নয়... ওটা একটা স্বাধীনতার চিত্র
শুধু বৈচিত্র সমাজ..সে সমাজেই তো আমাদের বসবাস,
সমাজ সবি বুঝে......
শুধু বুঝে না আমাদের অভাব শূন্যতা,
কেই বা বুঝবে, আমাদে দুঃখ বেদনা...
এসমাজ তো আমাদের নয়.....
আমরা তো গরীব.... নেই উচ্ছমহলে আত্নীতা,
থাকলে বা কী,কে দেবে এক মুঠো অন্ন,
কে দেবে আমাদের শীত বস্ত্র!
তবু কেউ এসে দাঁড়ায় স্বপ্ন দেখায়..
আবার স্বপ্নও ভাঙায় সে!
তবু সেই স্বপ্নেই দাঁড়িয়ে রইলাম,বস্ত্র শূন্য শরীরে!
বিষম অবাক লাগে,দেখে এসমাজ
নিয়ম ভাঙে নিয়ম গড়ে,শুধু আমাদের নিয়মটা দাঁড়িয়ে থাকে,
হতো দারিদ্রের দুয়ারে।
দূর আকাশে চেয়ে স্বপ্ন দেখে,শীত এলেই যে আমাদে অশ্রু ঝরে,
তবু কেউ যুদ্ধ করে বাঁচে,
আর কেউ যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যু বরণ করে।

ছবি ফেইসবুক থেকে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ