সোনেলার মহারাজ

সুপর্ণা ফাল্গুনী ৩০ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৯:৩০:২৩অপরাহ্ন শুভেচ্ছা ২৪ মন্তব্য

 

মহারাজ মোদের মহারাজ,
লেখা ছাড়া নেইকো কোনো রাজ।
কবিতায় একান্ত অনুভূতির মোড়কে,
শব্দের কারুকার্য বিলান সবাইকে।
শত শত লেখায় মর্মার্থ কিছুই বুঝিনা,
তবুও করি প্রতিনিয়ত নিষ্ফল সাধনা।
মন্তব্যে অনুপ্রাণিত করেন সদাই,
সোনেলার অন্তঃপ্রাণ মোদের হেলাল ভাই।
নদীর মতো বয়ে চলা তার কলম,
জীবন্ত কিংবদন্তি বললেও হবে যে কম।
শত পেরিয়ে আজ তিনি সহস্রের দ্বারপ্রান্তে,
মহারাজ এভাবেই আছেন অনুভূতির একান্তে।
জ্ঞানের পরিধি ছুঁয়ে যায় স্বচ্ছ-নীলাকাশে,
কবিতার জয়-জয়কার তারই লেখনীর পরশে।
দীর্ঘায়ু, সুস্থতা কামনা রইলো প্রার্থনায়,
তিনি আছেন, থাকবেন সবার ভালোবাসায়।

ছবি- নিজস্ব

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ