
ইচ্ছেরা আকাশ ছুঁতে চায়...........
নীল আকাশ,
বেণে অভিশাপে বনবাসী অদম্য রাজকুমারের......
ছোঁয়নি কখনও এমন নয় ।
পলাতকা সময় নিয়েছে পিছু,
লক্ষেরও অলক্ষ্যে
অত্যন্ত চুপিসারে আলেয়া হয়ে।
ব্যাপ্ত দিগন্তের সবুজ উদ্ভাসে
গোধূলিতে বুনো হাসের ফিরে যাওয়া,
পালকে রোদ-বৃষ্টি ঝড়ের ছোয়া
বিলীয়মান আলোয় ও অবিচলতায় স্থির।
তখনও দৃশ্যমান অদৃশ্যতায় কুহকেরা।
আলটপকা...............
গিরি পথের ছায়া পেরিয়ে,তেপান্তরের মাঠ ছুঁয়ে
সময়ের কাঁখে চড়ে, নিয়তির হৃদয় ভেদে,
পৌঁছে যাবে সবুজ প্রাসাদ মন্দিরের দেউড়িতে
পদ্মের হাটে চোখ পেতে........
শিশুর জল বন্দুকের নিশানায় ভিজে রঙিন হয়ে।
Thumbnails managed by ThumbPress
২৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
পুরানো লেখা আবার পড়লাম
মনে হয় নতুন এখনো ।
ছাইরাছ হেলাল
শুনতে ভালই লাগে ।
নূতন লেখাও আসবে অচিরেই……।
জিসান শা ইকরাম
নতুনের নতুন লেখা কি এসেছে? 🙂
ছাইরাছ হেলাল
আসবে আসবে, আসতেই থাকবে।
জবরুল আলম সুমন
কবিতার আগাগোড়া ভালো লাগলো তবে শেষ ক’টি লাইনে ভালো লাগার পরিমাণ বাড়িয়ে দিলো। শুভ কামনা আপনার জন্য।
ছাইরাছ হেলাল
সুমনকে দেখে ভাল লাগল ,
কিন্তু মনে রাখতে হবে – আমি কিন্তু কবিতা লিখতে পারি না ।
অনেক ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য ।
সমাজ বিজ্ঞানী
ইচ্ছে হলো এক ধরনের গঙা ফড়িং….অনিচ্ছেতেও লাফায় খালি তিড়িং বিড়িং..
ছাইরাছ হেলাল
আপনিও দেখছি কবি………
কবিদের খুউউউউউউউব ভয় পাই ।
এখানে প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ ।
লজিক্যাল সুমধু
ভাই, আপনি তো চিজ!
দারুণ লিখলেন কবিতা, অথচ বলেন কিনা কবিতা আপনি লিখতে পারেন না!
ছাইরাছ হেলাল
ভাই , কবিতা লেখা এত সহজ বিষয় নয় ।
এটি কবিতা হয়নি , আমি তা ভাল করেই জানি ।
শুধু আমার যা ভাল লাগে তা তেমন করেই লিখি ।
ধন্যবাদ ।
মশাই
আলটপকা……………
গিরি পথের ছায়া পেরিয়ে,তেপান্তরের মাঠ ছুঁয়ে
সময়ের কাঁখে চড়ে, নিয়তির হৃদয় ভেদে,
পৌঁছে যাবে সবুজ প্রসাদ মন্দিরের দেউড়িতে
পদ্মের হাটে চোখ পেতে……..
শিশুর জল বন্দুকের নিশানায় ভিজে রঙিন হয়ে।
কাব্য এমনি ছিলো তাহলে!!! সৌভাগ্যবান এই জন্য যে একবার হলেও পড়ার সুযোগ পেয়েছি। আর লেখা সেতো বলার অপেক্ষা রাখে না। ভাবছি আমরা এসব কি লিখি আব জাব। ^:^
ছাইরাছ হেলাল
ইশ ,এমন পচা লেখা!
সাবিনা ইয়াসমিন
০১ এর -সে-আর ৪০১ এর -সে- কি একই আছে ? সোনেলার সোনালী উঠোনের প্রথম পোষ্টের লেখার সাথে আজকের শেষ পোষ্টের লেখায় হুবুহু মিল। এর রহস্য কি ?
ছাইরাছ হেলাল
আমি ও তো ভাবি রহস্য কী!
আপনি একটু বলে দিন! আমারা শুনি।
তৌহিদ
এই সে কে দেখতে আমিও এলাম। অভুতপুর্ব অনুভুতি।
ছাইরাছ হেলাল
এত্ত পুরনো লেখা পড়ার জন্য ধন্যবাদ।
কামাল উদ্দিন
আকাশ ছোয়ার ইচ্ছেটা তো সবারই থাকে, সফল হতে পারে ক’জন?
………..ব্লগে প্রথম পোষ্টে আপনাকে স্বাগতম 😀 😀 😀 😀
ছাইরাছ হেলাল
সাফল্য সে তো মরীচিকা, সহজে নাগাল দেয় না।
ব্লগে আমার প্রথম লেখায় মন্তব্য দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আমিও পড়ে নিলাম কবিতা খানা।
সত্যিই কবিরাজ বটে আপনি
তবুও যে কেনো লিখেছেন-
লেখালেখি আপনার কম্ম নয়?
ছাইরাছ হেলাল
হা হা হা, সত্যি বলছি যা লিখতে চাই তা এখন ও লিখতে পারিনি।
তবে লিখতে কিন্তু চাই-ই।
এখানে এখন ও আমার প্রথম লেখা কেউ এসে পড়ে তা ভাবতে/দেখতে ভাল-ই লাগে।
আপনি ভাল থেকে আরও ভাল/বড় লিখিয়ে হবেন তা জীব্দদশায় দেখে যেতে চাই।
পড়ুন পড়ুন এবং লিখুন।
সুরাইয়া পারভীন
অবশ্যই চেষ্টা থাকবে ভাইয়া
জানি না আমাকে দিয়ে আদৌও সম্ভব কি-না? তবে আমি কিন্তু ভালো পাঠক হতে চাই
তার তা হবোই ইনশাআল্লাহ
ছাইরাছ হেলাল
আপনাকে অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
অবশ্যই চেষ্টা থাকবে ভাইয়া
জানি না আমাকে দিয়ে আদৌও সম্ভব কি-না? তবে আমি কিন্তু ভালো পাঠক হতে চাই
আর তা হবোই ইনশাআল্লাহ।
আমি আপনার সব গুলো লেখা পড়বো।
আচ্ছা এ রকম এক পৃষ্ঠার পর পৃষ্ঠা না গিয়ে কী অন্য কোনো উপায় নেই আপনার সবগুলো লেখা একসাথে পাওয়ার
ছাইরাছ হেলাল
আমার নামে ক্লিক করুন,
এরপর একদম নীচে গিয়ে ৩৭ এ ক্লিক করে দেখুন।
আপনার ধৈর্যের প্রশংসা করি।
আর এই অযুহাতে ফেলে রাখা গুলোর কাছে ফিরে আসতে পেরে ভাল-ই লাগে।
ধন্যবাদ দিলাম।