সবুজাভ আলোর পথে

রেহানা বীথি ২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৯:০৪:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

অতঃপর সবুজাভ আলোর পথ ধরলাম। তার আগে ঘুরে বেড়িয়েছি শূন্য সাঁকোটার ওপারে। দেখেছি তখন অন্ধকার মাঠে আলোর বিরহ।
বহুদিন শুধু রাত ছিল তখন। লক্ষ জোনাকি গুহার আঁধারে ঘুমিয়ে পড়েছিল আলোটুকু ঢেকে। আমরা থমকে গিয়েছিলাম যে যার বয়সে।
ফুটে থাকা হাসনাহেনা সুবাসবিহীন,
সময়ের ব্যবধানে হারিয়ে গিয়েছিল জোনাকি গুহাটিও।

আলোবিরহী মাঠে অসহায় তাকিয়ে থাকতে থাকতে নিজেদের ভাগ্যকেই শুধু দোষারোপ করেছি আমরা। ভাগ্য? তাকে সুপ্রসন্ন করার চেষ্টা করেছি কি কখনও? একসময় এ প্রশ্ন মনে উদয় হয় সকলের। আরও কিছু প্রশ্ন মনে উদয় হয় মুহূর্তেই...... আমরা আমাদেরকে ভালোবেসেছিলাম তো? ভালোবাসলে কেন ঢেকে যেতে দিলাম জোনাকির আলো? এখন যে এই না-পেরোনো বয়সে সীমাহীন আলোর দৈন্যতা! এ পাথর সময় পার হবে কেমন করে? কোনভাবে কি পাওয়া যাবে না আর একটি সুযোগ, নিজেদের দৈন্যতা কাটানোর? কেমন করে খুঁজে পাবো হারিয়ে যাওয়া জোনাকিগুহার সন্ধান?

একদিন... হঠাৎ করেই ভেসে এল সুবাস হাসনাহেনার। হারিয়ে যাওয়া গুহা থেকে ছুটে এল অসংখ্য জোনাকির নরম সবুজ আলো! কে খুলল গুহামুখ.... কে? কেমন করে পেল সে আলোর ঠিকানা? কাউকে দেখা গেল না কোথাও, শুধু আলো ছুটে এল।
আমরা ছুটে গেলাম, বহু প্রতীক্ষার পর অতঃপর খুঁজে পেলাম সবুজাভ আলোর পথ এবং অবধারিতভাবে সে পথেই এগোলাম আমরা.......

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ