
বিচিত্র আকাশে একখণ্ড মেঘ
বৃষ্টির শব্দে ধুয়ে যাচ্ছে জীবনের ভুলগুলো!
গতবছর দূর্গা পূজোয় তুমি ছিলে প্রথম নারী
যার চোখে মুখে বীভৎস নেশা,
বাঁকা ঠোঁটে অষ্টমীর হাসি।
দেবীর গা চিমটে কন্যারূপে দাঁড়িয়ে ছিলে!
হাতে হলুদ চুড়ি কপালে লাল টিপ,
দেখে মনে হচ্ছিলো মানুষ রূপে দূর্গা।
তোমার পায়ে স্যান্ডেল ছিলনা,
খালি পায়ে ভেজামাটির কার্নিশে নিজেকে
নির্মাণ করেছিলে বারাংবার!
তোমার মনে আছে প্রিয় সংগীতা সেন
গতবছর দূর্গা পূজোয়,
তুমি আমাকে রাম বলে ডেকেছিলে!!
রচনাঃ ২ অক্টোবর ২০১৯
১১টি মন্তব্য
মনির হোসেন মমি
বাহ্ চমৎকার কবিতা।
তা এবার কি হবে দেখা?
ডাকল কি নামে জানায়েন।
মাছুম হাবিবী
হাহাহা আচ্ছা ভাইয়া। ধন্যবাদ ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
গত বছরের রাম আর সঙ্গীতার সাথে এবারের
কিছু দিলে পার্থক্য বুঝতে পারতাম।
সুন্দর হয়েছে।
মাছুম হাবিবী
এবারের কিছু দেয়ার চেষ্টা করবো ভাইয়া।
চাটিগাঁ থেকে বাহার
মনে হচ্ছে এ বছরও সেরাম শুভ দৃষ্টির কামনায় তৃষ্ণার্ত কাকের মত পথ চেয়ে আছেন! অতপর জন্ম হবে আরেকটি কবিতার। ব্লগের ক্ষেত হবে চাষ। পাঠকরা পাবে পড়ার খোরাক।
মাছুম হাবিবী
হুমম দাদা তৃষার্ত কাকের মত এবছরও অপেক্ষায় আছি। যদি দেখা পাই তার
প্রদীপ চক্রবর্তী
চমৎকার কাব্যকথন।
ভালো লাগলো দাদা।
আরজু মুক্তা
আপনার কবিতার সাথে ঐ গানটা মিলে গেলো। এক বৈশাখে দেখা হলো দুজনার। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমি, নবমী সবই নারীর উপমা
জিসান শা ইকরাম
রাম বলে ডেকেছিল গতবছর,
এরপর একটি বছর অতিক্রান্ত প্রায়, আপডেট চাই 🙂
ভালো লেগেছে,
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
গত বছরের সঙ্গীতা সেন এই বছর কোন নামে ঊদয় হয় সেটা আগে দেখতে হবে। হতে পারে গত বছরের বৃষ্টিতে তার মনটাও ধুয়ে গেছে। তবে অপেক্ষা করাই যায়। ভাগ্যে থাকলে রামের কপালে সীতা জুটতে কতক্ষণ!!
মাছুম, অন্যদের লেখাতেও টুকটাক যেতে হবে। আরেকজনের পোস্টে যদি উৎসাহ না দেই তাহলে সে লিখবে কেমন করে? নিয়মিত হবার চেষ্টা করুন প্লিজ।
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভিন
গতবছর দূর্গা পূজোয় তুমি ছিলে প্রথম নারী,,তা এবছর বুঝি দ্বিতীয় নারীর উদয় হয়েছে? ভুলে গেছো আমায়? কি নাম গো তার অরুণিমা, মাধবীলতা নাকি নিরঞ্জনা?
চমৎকার লিখেছেন