সংগীতা সেন

মাছুম হাবিবী ২ অক্টোবর ২০১৯, বুধবার, ০১:২৫:৪৪অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

বিচিত্র আকাশে একখণ্ড মেঘ
বৃষ্টির শব্দে ধুয়ে যাচ্ছে জীবনের ভুলগুলো!
গতবছর দূর্গা পূজোয় তুমি ছিলে প্রথম নারী
যার চোখে মুখে বীভৎস নেশা,
বাঁকা ঠোঁটে অষ্টমীর হাসি।
দেবীর গা চিমটে কন্যারূপে দাঁড়িয়ে ছিলে!
হাতে হলুদ চুড়ি কপালে লাল টিপ,
দেখে মনে হচ্ছিলো মানুষ রূপে দূর্গা।
তোমার পায়ে স্যান্ডেল ছিলনা,
খালি পায়ে ভেজামাটির কার্নিশে নিজেকে
নির্মাণ করেছিলে বারাংবার!
তোমার মনে আছে প্রিয় সংগীতা সেন
গতবছর দূর্গা পূজোয়,
তুমি আমাকে রাম বলে ডেকেছিলে!!

রচনাঃ ২ অক্টোবর ২০১৯

৮৯২জন ৮১৩জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ