শ্রদ্ধাঞ্জলি

ইকরাম মাহমুদ ১৪ আগস্ট ২০১৬, রবিবার, ০৯:২১:৩৫অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য

আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
আমি ৫২ কিংবা ৭১ সংখ্যা দুটিকেও অস্বীকার করতে
পারি না, পারবও না।
মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা, বীরসন্তান, বোনদের ইজ্জত, শহীদের রক্ত
আমি অস্বীকার করতে পারি না, পারবও না।
কারণ, আমি মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
আমি ২১,২৬,১৬ সংখ্যাগুলো অস্বীকার করতে পারিনা,
পারবও না।
কারণ,আমি মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
৬৯ এর অভ্যুত্থান, ছয় দফা, ৭০ এর সাধারণ নির্বাচন আমি অস্বীকার করতে পারিনা, পারবোও না।
কারণ,আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
৭ মার্চের জ্বালাময়ী ভাষণ আমি অস্বীকার করতে পারিনা,পারবোও না।
কারণ আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
অস্বীকার করতে পারবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান।
কারণ আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালী।
আমি অকৃতজ্ঞ নই।

মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ