শূণ্যতায় বাস

সুপর্ণা ফাল্গুনী ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার, ০৭:৪৭:২২অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

এক একটি ধূম্রকুন্ডলীর বাঁকে বাঁকে হতাশার কালিমা; চারপাশটা ঘিরে রেখেছে নিরাপত্তার বলয়ে।

এখানে সবাই নিষিদ্ধ শুধু ফেলে আসা তত্ত্ব সাম্যবাদ চোখ রাঙিয়ে যায়।

বেহুলা আজো লক্ষিন্দরের প্রত্যাশায় ঢেঁকুর তোলে, চন্ডীদাস ও ছিপ ফেলে অপেক্ষায় রজকিনীর;

অবহেলার শহরে নিত্য বেজে ওঠে ডামাডোলের আত্মচিৎকার।

পরিযায়ী পাখি হয়ে উড়ে যায় মৌসুমী প্রেমিক,

শূণ্যতায় বাস করে লাল-নীল-বেগুনী মেঘের দল;

তবুও বামন হয়ে চাঁদ ধরবার নেশায় জলফড়িংয়ের আনাগোনা বেড়েই চলেছে-

এই শহরের বিদঘুটে ল্যাম্পপোস্টের কিরীট জুড়ে।

মাতাল অঙ্গুলীয় ইশারায় নাচে পিয়ানো রাত;

প্রতিক্ষণে মৃত্যু উৎপাদন হার বেড়েই চলেছে-

খলনায়ক রাবণরা আজো বসে থাকে পথের ধারে কুড়াতে পারুল-শিমুল।

মেঘের ওপাড়ে পরদেশী আকাশ ওড়ে অদৃশ্যের জালে, মৃত শহরে বুদবুদ করে ছলনার পানকৌড়ি,

রাক্ষুসী মেঘের দল জ্যোৎস্না গিলে খাচ্ছে মহোৎসবে।

 

রচনা-২৯/১১/২১

ছবি- নিজের

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ