
এক একটি ধূম্রকুন্ডলীর বাঁকে বাঁকে হতাশার কালিমা; চারপাশটা ঘিরে রেখেছে নিরাপত্তার বলয়ে।
এখানে সবাই নিষিদ্ধ শুধু ফেলে আসা তত্ত্ব সাম্যবাদ চোখ রাঙিয়ে যায়।
বেহুলা আজো লক্ষিন্দরের প্রত্যাশায় ঢেঁকুর তোলে, চন্ডীদাস ও ছিপ ফেলে অপেক্ষায় রজকিনীর;
অবহেলার শহরে নিত্য বেজে ওঠে ডামাডোলের আত্মচিৎকার।
পরিযায়ী পাখি হয়ে উড়ে যায় মৌসুমী প্রেমিক,
শূণ্যতায় বাস করে লাল-নীল-বেগুনী মেঘের দল;
তবুও বামন হয়ে চাঁদ ধরবার নেশায় জলফড়িংয়ের আনাগোনা বেড়েই চলেছে-
এই শহরের বিদঘুটে ল্যাম্পপোস্টের কিরীট জুড়ে।
মাতাল অঙ্গুলীয় ইশারায় নাচে পিয়ানো রাত;
প্রতিক্ষণে মৃত্যু উৎপাদন হার বেড়েই চলেছে-
খলনায়ক রাবণরা আজো বসে থাকে পথের ধারে কুড়াতে পারুল-শিমুল।
মেঘের ওপাড়ে পরদেশী আকাশ ওড়ে অদৃশ্যের জালে, মৃত শহরে বুদবুদ করে ছলনার পানকৌড়ি,
রাক্ষুসী মেঘের দল জ্যোৎস্না গিলে খাচ্ছে মহোৎসবে।
রচনা-২৯/১১/২১
ছবি- নিজের
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভন্ড ও শয়তানের জগতে নিস্তার নাই। তাদেরই রাজত্ব চালু আছে থাকবে। ভালোর সস্তি নাই।
সুপর্ণা ফাল্গুনী
প্রথমেই অভিনন্দন জানাচ্ছি প্রথম মন্তব্যের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য। হ্যাপি নিউ ইয়ার
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ। আপনার লিখায় আমি অনেক সময় নতুন ভাবনায় যায়। শুভনববর্ষ। শুভ ব্লগিং।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এ আমার পরম পাওয়া। শুভ ব্লগিং
খাদিজাতুল কুবরা
একজন সৃজনশীল মানুষ সবসময় সংবেদনশীল শূন্যতায় ভোগে, তাঁর উপলব্ধিগুলো ও সুক্ষ তাই এইসব অসংগতি সে কখনো মেনে নিতে পারেনা। পারেনা বলেই এতো চমৎকার কবিতার জন্ম হয়। কবিতা এবং কবিকে শুভেচ্ছা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
আহ্ মনটা ভরে গেল এতো সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। হ্যাপি নিউ ইয়ার
খাদিজাতুল কুবরা
হ্যাপি নিউ ইয়ার
বোরহানুল ইসলাম লিটন
শান্তি নেই প্রিয় কবি!
সর্বত্রই অসংগতির খেলা।
রুক্ষতা তাই মেঘ হয়ে আজ
বাঁধে নিতি ভেলা!
অশেষ মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম পাতায়।
সুপর্ণা ফাল্গুনী
নিরন্তর পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি। ভালো থাকুন নিরাপদে থাকুন। হ্যাপি নিউ ইয়ার
আলমগীর সরকার লিটন
তবুও বামন হয়ে চাঁদ ধরবার নেশায় জলফড়িংয়ের আনাগোনা বেড়েই চলেছে- আসলে বামনেরা কি চাঁদের দেখা পায় না
কেউ বলে বামন হয়ে চাদ দিকে হাত বারান তাহলে কি হয় আজ সেই উত্তর খুজে পাইনি প্লীজ বলবেন কবি দিদি—ভাল থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
মনে তো হয় না পায়। তবুও এই চেষ্টা নিরবধি চলছে। ভালো থাকুন সুস্থ থাকুন। হ্যাপি নিউ ইয়ার
হালিমা আক্তার
জীবনে শূন্যতা আছে বলেই, পরিপূর্ণতার প্রয়াস খুঁজি। একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ ব্লগিং
রোকসানা খন্দকার রুকু
অসংগতিগুলো সারাজীবন একই রকম থাকে কেন? আমার এটাই ভালো লাগে না। তবুও আমরা যোগ্যতার বাইরেও কিছু প্রত্যাশা করেই বসি যদিও তা সফল হয় না। শুভ কামনা ও শুভ নববর্ষ দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার বিশ্লেষণ ধর্মী মন্তব্য। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি