
সোনেলায় দরজা খুলে ছিলাম।লিখেও ছিলাম প্রায় তিরিশ-চল্লিশটি লাইন কিন্তু একটি ছবি আপলোড দিতে গিয়ে তা হারিয়ে ফেলি। এই ধরনের কষ্টগুলো খুব বিরক্তিকর হলেও এমন কষ্টই করে যাচ্ছি এখন। জীবনটা যেন ছোট্ট বেলার মার্বেল খেলার মতো জল্লা হয়ে গেলো।
যাইহোক আমি আবারও সোনেলায় ফিরে এসেছি। দীর্ঘ দিন লেখালেখি থেকে আমি দূরেই ছিলাম একেবারে যে লিখিনি তা নয় কিন্তু এটা কে ঠিক লেখাও বলা যায় না।
মাঝেমধ্যে সোনেলা পরিবারের কথা যে আমার মনে পড়েনি তা নয় কিন্তু মনে পড়লেও তা হয়েছে নতুনের সামনে প্রাক্তনের স্মৃতিচারণের মতোই রক্ষণশীল।
গত জানুয়ারি মাস থেকে পারিবারিক সমস্যায় আমি ওতোপ্রোতভাবে জড়িয়ে যাই। আমার বাবা-মা দুজনেই অসুস্থ হয়ে পড়েন। আমার বাবা স্ট্রোক করেন এবং একই সময়ে আমার মায়ের লিভার ক্যান্সার (লাস্ট স্টেজ) ধরা পড়ে। চোখের আলো ফুরিয়ে একই গর্তে তলিয়ে যেতে থাকি। তাদের চিকিৎসা করাতে আমি কাঁপতে থাকি মাঘের শীতের মতো। বাস্তবতার ভয়াবহ কালো দাঁত বের করে অনেকেই পালিয়ে যায় হারিয়ে যায়। কাছের মানুষেরা স্বজনেরা কথায় মাখে নব নতুন রঙ।
যাইহোক মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমার ভরসা ছিলো এখনও আছে। কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে মৃত্যু পথযাত্রী বাবা-মা কে ফেলে বিদেশে চলে আসা। আসলে বাস্তবতা এমন এক দুর্গ এমন উঁচুতে তার অবস্থান সেখানে না উঠলে বোঝা যায় না কার জন্য কোন পথটি খোলা। আর আমি এটাও উপলব্ধি করি যে, মা যতোদিন বেঁচে থাকবেন তার চিকিৎসা চালিয়ে যেতে হবে। পরিশেষে সবার প্রতি আহ্বান জানাচ্ছি সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন।
ইনশাআল্লাহ সোনেলায় আবার দেখা হবে সবার সাথে। যদিও আমার এখানে নেট সমস্যা আছে। তারপরও আমি চেষ্টা করবো আপনাদের সাথী হতে। সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন।
দালান জাহান। ১৮.০৭.২১
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বর আপনার ও আপনার পরিবারের সহায় হোন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই স্বার্থ খুঁজে। তাদের কথায় কান দেয়ার দরকার নেই। আপনি আপনার সুবিধামত পোস্ট দিয়েন। সোনেলা আপনার সাথেই আছে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
দালান জাহান
অনেক অনেক কৃতজ্ঞতা দিদি…….
হালিমা আক্তার
জীবন এক কঠিন বাস্তবতার পথ। এখানে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আল্লাহ আপনার পরিবারের প্রতি সদয় হোন। শুভ কামনা।
দালান জাহান
আমিন
দালান জাহান
আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপু
সাবিনা ইয়াসমিন
বিপদে পড়লেই আপন-পর-স্বজনের প্রকৃত রুপ স্পষ্ট হয়ে যায়। যাপিত জীবনের প্রতি পদে আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হয়। না চাইলেও অপছন্দের কাজ মেনে নিতে হয়, চাইলেও অনেক ভালোলাগা গুলোকে ত্যাগ করে দিতে হয়।
আপনার বাবা, মা এর অসুস্থতার সংবাদ পেয়েছিলাম। তারা মোটামুটি সুস্থ আছেন জেনে ভালো লাগলো। দোয়া করি আল্লাহ তায়ালা তাদের শেষদিন পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন।
শুভ কামনা 🌹🌹
** লেখাটি আগে খসড়ায় সংরক্ষণ করবেন। পরে ছবি যুক্ত করে প্রকাশ করবেন। আশা করছি লেখা আর হারাবে না।
দালান জাহান
আপনি যথার্থ বলেছেন , এটাই জীবন।
জীবনের মমার্থ সময়বেদে পাল্টে যায়।
ভালো থাকুন নিরাপদে থাকুন কবি।
নিতাই বাবু
মহান সৃষ্টিকর্তা আপনার আমার সকলের সহায় হোক। আর এই সময়ে ভালো থাকুন, নিরাপদে থাকুক এই কামনা করছি।
মনির হোসেন মমি
আমরাও আপনাকে আপনার মুল্যবান লেখাগুলো মিস করেছি।সকল বিপদ আপদে আল্লাহ রহম করুন এই প্রত্যাশা।
অভিবাদন।শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বিপদই একমাত্র মাধ্যম যার মাধ্যমে সহজেই চেনা যায় আপন পর, মহান রাব্বুল আলামীন আপনার পরিবারের সবাইকে সুস্থতা দান করুন। আমীন
আরজু মুক্তা
আল্লাহ ভরসা।
আপনি সুস্থ আছেন তো? আপনার গল্পগুলো মিস করি। নিশ্চয় আপনি অবসর পেলে লিখবেন।
শুভ কামনা আপনার জন্য।
জিসান শা ইকরাম
আপনার বাবা মা এর সুস্থতার জন্য আন্তরিক দোয়া করছি ভাই, আল্লাহ্ যেন দুজনকে হেফাজত করেন।
সময় পেলে অবশ্যই চলে আসবেন সোনেলায়, অপেক্ষায় থাকি আপনার লেখার।
বিদেশে গিয়েছেন মনে হয়,
শুভ কামনা।