তোমার পৃথিবীর সৌরজগতটা কে ধরতে চাই
কিন্তু আমার বায়ুমণ্ডল ঘুরে- ঘুরে তোমার
সীমানায় এসে দাঁড়াই ! অথচ তুমি দেখো না
নিজকে মনে করো সূর্য রাঙা চাঁদমুখি চাঁদ!
জানো তোমার আমার পৃথিবী শূন্যতেই ভাসমান
অমাবস্যা কিংবা রাতের আঁধারে প্রেম-
অন্য কোন গ্রহ কে চিনি না- জানি না
তোমার সৌরজগৎ মানে শুধুই আমার।
০৭ আশ্বিন ১৪২৯, ২২ সেপ্টেম্বর ’২২
২০০জন
১৪৮জন
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শুধুই আমার প্রিয় কবি।
আলমগীর সরকার লিটন
সোনেলা জন্মদিনের শুভেচ্ছা নিবেন কবি মজিবর দা
ভাল থাকবেন——————
বোরহানুল ইসলাম লিটন
অতি সুন্দর অনুভবী উচ্চারণ কবি দা!
আলমগীর সরকার লিটন
অনেক ফুলের শুভেচ্ছা নিবেন কবি দা
ভাল ও সুস্থ থাকবেন
হালিম নজরুল
প্রেম অমর হোক।
আলমগীর সরকার লিটন
অনেক ফুলের শুভেচ্ছা নিবেন কবি নজরুল দা!
ভাল ও সুস্থ থাকবেন——-
ফারজানা তৈয়ূব
অসাধারণ লেখনী