রাতের সূর্য

ছাইরাছ হেলাল ১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ০৫:১১:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

হৃদয়ের সবটুকু স্পন্দন, নৈঃশব্দে হেঁটে চলে যায়,
বস্ত্রহীন তপ্ত রোদ্দুরে, খানাখন্দকে যেটুকু স্পন্দন-জল
অগোচরে লুকিয়ে ছিল, শুষে নিয়েছে তার সবটুকু;

স্বপ্নে ভরা, স্বপ্নে গড়া উচ্চাকাঙ্ক্ষার কী-বোর্ড, কী-বোর্ডের
উচ্চাকাঙ্ক্ষা, যেভাবে যতটুকু পারি ছুটিয়েছি, নেপোলিয়নের পণে,
সব কিছু শিখে নেবো, দেখে নেবো, দেখিয়ে দেবো! লিখে-ও ফেলবো!
এ যেন বর্ষার আকাল বালখিল্যতা, অবুঝ কবির !!

স্বপ্নের, স্বপ্নদের এ-ঘর ও-ঘর ঘুরে ফিরে দেখেছি/দেখছি
নিপুণ ধৈর্যে, শব্দ থেকে শব্দান্তরে ছুটে বেড়িয়েছি,
সত্য চোখে তুলে নিয়েছি দারুণ দারুণ কিছু শব্দ-ছবি;

সুখ-সুখ বেঁচে থাকার দুটো বন্ধনী এক হতে দেখিনি,এক করতেও পারিনি,
আগামীর আর একটি স্বপ্ন-দিন এলো বলে, রাতের থেকেও বড়;

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ