মৌ এ মাছি

ছাইরাছ হেলাল ৩০ জানুয়ারি ২০১৬, শনিবার, ১২:২৬:৪২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

কোন ভাবেই কিছু হবে না জেনো, ক্রান্তির কাল এসে যাবে,
পৌঁছানো হবে না দারুচিনির দূর দ্বীপে।
আই ফোনের গিজগিজ এ্যাপে, মুহূর্তেই দিগ্বিজয়!
পা গুলো মঙ্গলমৃত্তিকা ছুঁই ছুঁই, হরহামেশা বদল হৃদপিণ্ডের!
রোবট পাঁজরে কি প্রাণ থাকে?
তুমি বরং অপেক্ষায় থাকো বুকে নিয়ে আশার লাশ!
কবর বিন্যাসের আঁকিবুঁকি এঁকে এঁকে,
পাথর বনে গোলাপের কুঞ্জ!
খোয়াবের ঝর্ণায় উদোম স্নান! মৃত্যু মিছিলের সুরধ্বনি!
কৌমার্যের নিখাদ নির্জন উদাসী গর্জনে
নিঝুম মৌচাক হয়ে ঝুলে থেকো।

অপেক্ষায়—
সুবর্ণ মৌমাছির।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ