
তোমার চেহারাটা একটু করে দেখলেই আমার রক্তসঞ্চালন বেড়ে যায়,
যেগে উঠে সারা শরীরের সব ক’টা পোকা
যে পোকারা ধীরে ধীরে খেয়ে নিচ্ছে আমার বাকিটা জীবন,
হত্যা করছে আমাকে,
আমার বেঁচে থাকার স্বপ্ন টাকে
মৃত্যু কোলে ঠেলে দিচ্ছে প্রত্যেকটা প্রাণীকে
ওরা জেগে উঠে,
হিংসে করে আমাদের প্রেম
কিছু সময় নিস্তব্ধ হয়ে যায়,
ভোর রাতের মত
কোন গভীর গ্রামের নিশ্চুপ কোন ভোরের মত
অথবা মধ্যরাত
গ্রামের বুড়ো,অতি বুড়ো লোকটি তখন
তার তামাক খাওয়া গলার শুকনো কাঁশি শেষ করে
তার অতি আদরের বুড়িকে বিশ্রি এক আওয়াজ থেকে মুক্তি দিয়ে,অথবা হাজার বছরের ভালোবাসার কোন এক অজুহাতের কারাদন্ড থেকে মুক্তি দিয়ে ঘুমিয়ে পড়েছে
ঠিক এরকম কোন নিশ্চুপ রাত
যে রাতের প্রহরী, ঝিঁ ঝিঁ পোকারাও ঘুমিয়ে
পোকারা আবারো কামড়াতে শুরু করলো
চিবুতে শুরু করলো জীবন
একটু পরেই গিলে নিবে
আমাকে,তোমাকে অথবা তাহাকে……..
নিস্তব্ধ নিঝুম রাত,
মাঝে মাঝে শুধু কয়েকটা ঝিঁ ঝিঁ পোকার আওয়াজ
আমরা একে অপরের আরো কাছে
অথবা গভীরে
একটু ভালোবাসা বিনিময়……
হিংসুটে পোকারা….
মৃত্যু পোকারা তখন ক্ষুধার্ত
খাবার না দিলে তখন কলজে কামড়িয়ে খাবে
অথবা আমার লাশ
যে লাশ বয়ে বেরাচ্ছি ২৬ টা বছর
ঘুরে বেড়াচ্ছি এদিক থেকে ওদিক অথবা সেদিক।
ওদের খাবার খুঁজছেন?
প্রেম! প্রেম টাই তাদের খাবার।
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অনেক ভালো লেগেছে। মৃত্যু পোকা নিয়ে দারুণ সব পংঙ্তিমালা চমৎকার হয়েছে। শুভ কামনা রইলো
মোঃ মিজানুর রহমান সুমন
ধন্যবাদ আপু
সুরাইয়া পারভীন
পোকারা আবারো কামড়াতে শুরু করলো
চিবুতে শুরু করলো জীবন
একটু পরেই গিলে নিবে
আমাকে,তোমাকে অথবা তাহাকে……..
চমৎকার লিখেছেন মৃত্যুপোকা। সত্যিই অসাধারণ
মোঃ মিজানুর রহমান সুমন
ধন্যবাদ আপু,
দোয়া করবেন আমার জন্য
দালান জাহান
ভালো লেগেছে মৃত্যুপোকা
মোঃ মিজানুর রহমান সুমন
ধন্যবাদ ভাইয়া
ত্রিস্তান
এই এইটা নিশ্চিত কপি মারছস👹 কার লেখা কপি করছস ক,
নাতি, একদিন হবেই হবে, হতে হবে ইনশাআল্লাহ।
এভাবেই লিখতে থাকো। অনেক ভালো লাগছে লেখাটা।
মোঃ মিজানুর রহমান সুমন
দাদা, আমি কখনো কারো লেখা কপি করে নিজের নামে চালিয়ে দিনা…
এটা আমার লেখা, ২০১৮ সালে রাত ২ টার দিকে একটা ভালোবাসার মানুষের সাথে কথা বলেছিলাম এভাবে।
সকালে মেয়েটা আমার মেসেজ গুলোকে একসাত করে আমাকে দিয়েছে। পরে দেখলাম সেটা কবিতা হয়ে গেছে…
ত্রিস্তান
আমি তো মজা করছিলাম, পাগলা। এটা অনেক সুন্দর ছিলো।
মোঃ মিজানুর রহমান সুমন
আমি তো জানি আপনি মজা করছেন, তাই সুযোগ পেয়ে বাঁশটা দিয়ে ফেল্লাম আর কি
ধন্যবাদ দাদা
ত্রিস্তান
বাঁশ দিছো নাকি সুযোগ মতো প্রেমের কথাটা প্রকাশ করে গেছো। তবে ভাই যাই করো খাওন কিন্তু মিস নাই। এবার ঢাকায় আসতে সোনেলার মেম্বারদের জন্য খাওন ব্যবস্থা করেই আইসো…আর হ্যাঁ সাথে মেসেঞ্জারের উল্টোপাশের মানুষটারে ও আমাদের সাথে পরিচয় করিয়ে দিও😄😄
সুপায়ন বড়ুয়া
প্রেম হোক স্বর্গীয় সুষমা।
নয় কোন জীবন বিধ্বংষী
মৃত্যু পোকা।
অনেক ভাল হয়েছে।
শুভ কামনা।
মোঃ মিজানুর রহমান সুমন
ধন্যবাদ দাদা
দোয়া করবেন আমার জন্য
মনির হোসেন মমি
কবিতা খুব পাঠ যোগ্য।তার চেয়ে বড় ভাল লাগল মন্তব্য্যে উঠে আসা সৃষ্টির ভেতরের কাহিনী। শুভ কামনা রইল আপনার সেই প্রিয় দর্শনীর জন্য্য🌹🌹
মোঃ মিজানুর রহমান সুমন
ধন্যবাদ দাদা, তবে দুঃখজনক ব্যপার হল সে অনেক আগেই চলে গেছে
এরশাদ খান
কত মানুষই তো চলে যায়,জীবন তো বয়ে চলে ভাই।আরো ভালো কেউ আসবে,অপেক্ষা করেন
মোঃ মিজানুর রহমান সুমন
এরশাদ, তোর কি আসলেই মনে হয় যে ভালো কেউ আসবে?
এরশাদ খান
এত কষ্টের কথা এমন করে বলে দেয় কেউ?ভাল লিখছেন ভাই
মোঃ মিজানুর রহমান সুমন
বলে দিলাম আর কি এমন করে…
নাকি বলস তুই
এস.জেড বাবু
পোকারা আবারো কামড়াতে শুরু করলো
চিবুতে শুরু করলো জীবন
একটু পরেই গিলে নিবে
আমাকে,তোমাকে অথবা তাহাকে……..
বাহ্ বাহ্
হাঁড় কাঁপানো রোমান্টিক শিহরণ____
বেশ ভালো লাগলো।
মোঃ মিজানুর রহমান সুমন
ধন্যবাদ দাদা, আপনাদের দোয়া এবং অনুপ্রেরণাই কাম্য আমার….
ফয়জুল মহী
মনোমুগ্ধকর উপস্থাপন, শুভ কামনা অহর্নিশি।
মোঃ মিজানুর রহমান সুমন
ধন্যবাদ দাদা
বন্যা লিপি
এভাবেও হয় কথপকথন? যা কবিতা হয়ে যায়? অসাধারন। মন্তব্যেই জানলাম কবিতার সারমর্ম! অনবদ্য। শুভ কামনা রইলো।
মোঃ মিজানুর রহমান সুমন
ওর সাথে আমার বেশির ভাগ কথা এরকম ই হত আপু, পরদিন সে আমার কথা গুলোকে একসাথ করে দিত আমাকে। ওর সাথে কথা বলা বেশির ভাগ মেসেজ ই কবিতার রুপ নিয়েছে
কামাল উদ্দিন
“পোকারা আবারো কামড়াতে শুরু করলো
চিবুতে শুরু করলো জীবন
একটু পরেই গিলে নিবে
আমাকে,তোমাকে অথবা তাহাকে…….”
……….ওরাই চিবিয়ে খেয়ে নিচ্ছে আমাদের জীবন, এটা আমাদের নিয়তি। প্রস্তুত থাকতে হবে সব সময়।
মোঃ মিজানুর রহমান সুমন
আসলেই দাদা, প্রত্যেকটা মানুষের শরীরেই কিছু পোকা থাকে, যারা মানুষের হায়াত চিবিয়ে খায়, আমি তাদের নাম দিয়েছি মৃত্যুপোকা
কামাল উদ্দিন
সুন্দর, ধন্যবাদ।