মৃত্যুপোকা

মোঃ মিজানুর রহমান সুমন ২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ০৮:৫৬:৩৭অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

তোমার চেহারাটা একটু করে দেখলেই আমার রক্তসঞ্চালন বেড়ে যায়,
যেগে উঠে সারা শরীরের সব ক'টা পোকা

যে পোকারা ধীরে ধীরে খেয়ে নিচ্ছে আমার বাকিটা জীবন,
হত্যা করছে আমাকে,
আমার বেঁচে থাকার স্বপ্ন টাকে
মৃত্যু কোলে ঠেলে দিচ্ছে প্রত্যেকটা প্রাণীকে

ওরা জেগে উঠে,
হিংসে করে আমাদের প্রেম

কিছু সময় নিস্তব্ধ হয়ে যায়,
ভোর রাতের মত
কোন গভীর গ্রামের নিশ্চুপ কোন ভোরের মত

অথবা মধ্যরাত
গ্রামের বুড়ো,অতি বুড়ো লোকটি তখন
তার তামাক খাওয়া গলার শুকনো কাঁশি শেষ করে
তার অতি আদরের বুড়িকে বিশ্রি এক আওয়াজ থেকে মুক্তি দিয়ে,অথবা হাজার বছরের ভালোবাসার কোন এক অজুহাতের কারাদন্ড থেকে মুক্তি দিয়ে ঘুমিয়ে পড়েছে

ঠিক এরকম কোন নিশ্চুপ রাত
যে রাতের প্রহরী, ঝিঁ ঝিঁ পোকারাও ঘুমিয়ে

পোকারা আবারো কামড়াতে শুরু করলো
চিবুতে শুরু করলো জীবন
একটু পরেই গিলে নিবে
আমাকে,তোমাকে অথবা তাহাকে........

নিস্তব্ধ নিঝুম রাত,
মাঝে মাঝে শুধু কয়েকটা ঝিঁ ঝিঁ পোকার আওয়াজ

আমরা একে অপরের আরো কাছে
অথবা গভীরে
একটু ভালোবাসা বিনিময়......

হিংসুটে পোকারা....

মৃত্যু পোকারা তখন ক্ষুধার্ত
খাবার না দিলে তখন কলজে কামড়িয়ে খাবে
অথবা আমার লাশ
যে লাশ বয়ে বেরাচ্ছি ২৬ টা বছর
ঘুরে বেড়াচ্ছি এদিক থেকে ওদিক অথবা সেদিক।

ওদের খাবার খুঁজছেন?
প্রেম! প্রেম টাই তাদের খাবার।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ