
কয়দিন মাকে নিয়া রেস্টুরেন্ট এ গিয়ে বলেছি, “মা কি খাবে বলো???”
চকোলেটের প্যাকেট হাতে নিয়ে কয়দিন বলেছি, “এটা তোমার জন্য…”
কয়দিন মায়ের পাশে গিয়ে বসে বলেছি,
-মা তোমার সাথে গল্প করবো।
-চলো ঘুরে আসি
-চলো কিছু কেনাকাটা করি
-আজ তোমার প্রিয় ডিস রান্না করেছি, তুমি খাবে?
কতদিন বলেছি,
– মা তুমি ক্ষমা করো, জীবনে যত কষ্ট তোমাকে দিয়েছি তার জন্য।
-মা তোমার কষ্ট বুঝিনি কখনো…
-মা তোমার গা গরম, তুমি শুয়ে থাকো।
আমরা ফেইসবুকে একটা ছবি পোষ্ট করায় ব্যস্ত। কয়টা লাইক আর কমেন্ট আসে তার জন্য নাকি মাকে খুশি করবার জন্য?
মা দিবস?
তবে কেনো মা বৃদ্ধাশ্রমে?
তবে কেনো মা রাস্তায়?
তবে কেনো মা খেতে পায় না?
তবে কেনো একক পরিবার?
যে মা হতে পারেনি কেনো সে রোজ গুমরে কাঁদে?
মায়ের পায়ের নিচে জান্নাত। তাকে কোনো দিবস দিয়ে অধিক শ্রদ্ধার প্রয়োজন হয় না।
যে দুধের দাম শোধ করবার ক্ষমতা নেই কারো তাকে একদিন ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই।
পারো তো প্রতি মুহুর্তে মায়ের অবদান স্বরণ করো,
পারো তো প্রতিদিন তাকে ভালোবেসে নিজের কাছে রেখো।
দিবসের আড়ালে মাকে ছোট কোরোনা! কারণ মা মা ই।
মায়ের স্হান সকলের উপরে…..
বিদেশী কালচার (মা দিবস) এখন বড়লোকের ফ্যাশন হয়ে দাড়িয়েছে।
অথচ মহানবী (সঃ) আল্লাহকে সন্মান, ভক্তি এবং ভালোবাসার পর মায়ের স্হান কে বেশি গুরুত্ব দিয়েছেন সে কথা ভুলে যাই বেমালুম।
রোজ পাচঁ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে খুশি রাখি, মাকে কতটা খুশি রাখতে চেষ্টা করি আমি?
দিবস নয় চর্চা হোক মানবতার, সন্মানের, ভালোবাসার,ভ্রাতৃত্বের,নৈতিকতার এবং শ্রদ্ধার।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
দারুণ লেখা , বেশ । ভালো থাকুন।
শিরিন হক
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে একমত। আমিও তাই বলি এসব দিবস টিবস আমিও মানি না। ভালোবাসা, মা-বাবা , নারী, শ্রমিক, ভাষা নিয়ে এসব দিবস শুধু একদিনের শোডাউন হয়ে গেছে। অথচ এগুলো প্রতিদিনের দিবস। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
শিরিন হক
ধন্যবাদ
ইঞ্জা
সত্যি তো, আমিও তাই বলতে চাই আপু।
আমি মাকে হারিয়েছি আজ দুই বছর চার মাস, এখনো মাকে খুঁজে ফিরি, মা ফিরে আসো মা। 😭
শিরিন হক
ধন্যবাদ
ইঞ্জা
শুভেচ্ছা আপু
কামাল উদ্দিন
তবে আমি মনে করি একটা দিবস থাকা ভালো। মিনিমাম একদিন হলেও মায়ের কথা স্মরণ করিয়ে দেয়।
শিরিন হক
ধন্যবাদ
তৌহিদ
দিবস থাকুক। অন্তত একটা দিনের বদৌলতে না হয় সম্মান করুক মাকে। কিন্তু শুধুমাত্র একদিন ফেসবুকে সম্মান দেখিয়ে বাকী দিন মাকে আর মনে পড়েনা যাদের তাদের জন্য এমন দিবসের দরকার কি!
ঠিকই বলেছেন।
শিরিন হক
ধন্যবাদ। সহমত
আরজু মুক্তা
দিবস থাকাই ভালো। একদিন হলেও জানোয়ারদের যে মায়েদের কথা মনে পরে। মনে পরে কেনো তারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে
শিরিন হক
ঠিক বলেছেন
হালিম নজরুল
সকল মায়ের প্রতি শ্রদ্ধা