এক পৃথিবী অভিমান বুকে জমিয়ে
ক্রমাগত দূরে সরে গিয়ে বিবর্ণ বিষাদ
গল্প হয়ে থেকে যাও জীবনে এমনটা চাইনে।
হয়তো কেউ চায় না; হয়তো কেনো
তাবৎ দুনিয়ার কোনো প্রেমিক/প্রেমিকায় চায় না
তার জীবনের রঙিন দিনেরা ক্রমে ক্রমে-
হারিয়ে যাক বিম্বিসার অশোকের ধূসর জগতে।

তবুও একে অপরকে ভুল বুঝতে থাকে। এই ভুল বোঝাবুঝি কখনো এক পক্ষ থেকে শুরু হয় আবার কখনো দুই পক্ষ থেকে। চাইলেই কিন্তু মুখোমুখি/সামনা সামনি বসে আলাপ আলোচনা করে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একটা সুন্দর সম্পর্ক কন্টিনিউড করা যায়। কিন্তু আমরা তা করি না বা আমাদের করতে দেয় না অভিমান/ইগো নামক বস্তুটি। ফলে যা হবার তাই হয়। ক্রমে ক্রমে অভিমান জমে একটা বিশাল পর্বতের সৃষ্টি হয় যা চাইলেও আর কেউ টপকাতে পারে না....

https://www.youtube.com/watch?v=H1FP_QfZbxU&t=17s

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ