‘মাগো’ বলে ডাকা

তূয়া নূর ১৪ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১২:১০:১২পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

হিজিবিজি রেখা টেনে বর্ণমালা শিখি,

মনের যতো কথা আছে খাতা ভরে  লিখি

ভাবনার শত রং ঢেলে কতো ছবি আঁকি,

বুকের ভেতর ঘর বানিয়ে যত্নে তুলে রাখি

কথার নৌকা ছুটে যেনো রঙীন পালে হাওয়া,

আঁধার ভেঙে অসীম আলোর জগতটাকে পাওয়া। 

বাংলাতে হয় মনের কথা তুখোড় আলোচনা,

ঘাসের ডগায় ফুটে থাকা মুক্ত শিশির কণা

এই ভাষাতে নাড়ির বাঁধন
, আদর মায়া মাখা,

সবার চেয়ে মধুর লাগে মাগো’ বলে ডাকা

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ