পাখির ডানা

সুপর্ণা ফাল্গুনী ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৬:৫৬:১২অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

এই ছোট্ট পাখি, 'একটু সময় হবে কি তোমার?'
দাওনা তোমার ঐ ডানা দুটো মোরে;
যে ডানা তোমাকে আকাশ ছোঁয়ায়;
আমিও ছুঁয়ে দেখতে চাই ঐ নীলাকাশটাকে ।
যেখানে থাকবে না কোনো রাডারের বিধিনিষেধের প্রাচীর।
উঁচু বৃক্ষের মগডালে রেখে যাও-
তোমার ঠোঁটে বোনা আশ্রয়স্থল;
আমি ও তেমনি ছোট্ট একটি খড়কুটোর ঘর বানাতে চাই-
ঐ যে তেপান্তরের গাছের ডালে।

দেবে! দেবে ভাই তোমার ডানা দুটো মোরে!
যেভাবে ঘুরে বেড়াও দেশ থেকে দেশান্তরে-
অবলীলায়, অকুতোভয়ে;
আমি ও তেমনি দু'চোখ জুড়াতে চাই প্রকৃতির সৌন্দর্যে।
তুমি যেমন করে রোদ-বৃষ্টি-ঝড়ে ;
ছোট্ট ডানার আঁচলে ঢেকে রাখো ছানাদের;
আমিও তেমনি আগলে রাখবো প্রিয়জনদের-
সব দুঃখ কষ্ট থেকে।
কেমন করে ভেসে বেড়াও মেঘের ভেলায়, ছুঁয়ে যাও দিগন্ত-রেখা ?
আমিও যেতে চাই দিগন্ত ছুঁয়ে, ভেসে যেতে চাই মেঘের আড়ালে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ