ভালবাসা নামক একটা শব্দ আছে
এখন আর বিশ্বাস করিনা আমি,
ভাঙ্গাচোরার মাঝেই যার অস্তিত্ব
কিছুটা আবেগ আর পাগলামী।
কখনো আনন্দে ভাসায় কখনো দুঃখে কাঁদায়
সুখীকে নাচায় নিঃস্বকে আরো নিঃস্ব বানায়।
ভালবাসা মানেইতো বুক ভাঙ্গা আর্তনাদ
স্নিগ্ধ গোলাপ পাপড়ির দু’ফোটা জল,
আর দু’চোখের মাঝে যে সমুদ্র দেখা যায়
তা ভাঙ্গা বুকে সারাক্ষণই করে টলমল।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভব কবি দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ অফুরন্ত ভালবাসা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ভালোবাসলে কষ্ট করতে হয়।
সত্যি অসাধারণ লিখেছেন।
শুভকামনা রইল
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রেম আর বিরহ হাত ধরাধরি করেই হাটে — আর দু’চোখের মাঝে যে সমুদ্র দেখা যায়
তা ভাঙ্গা বুকে সারাক্ষণই করে টলমল।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা রইল
আরজু মুক্তা
ভলোবাসা হলো কষ্টের সমুদ্র।
শামীনুল হক হীরা
আন্তরিক ধন্যবাদ সহ ভালবাসা রইল।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা মানেই তো দুঃখ এর সমুদ্র আর সুখটা হলো বিন্দু সম। নিরন্তর শুভকামনা। নিরাপদে থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
শামীনুল হক হীরা
অনেক খুশী হলাম।।