বিষণ্ণতার প্রহর

কামরুল ইসলাম ১৭ আগস্ট ২০২০, সোমবার, ০৯:৩০:১৬পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

একাকীত্বের সকাল, বিষন্নতার প্রহরে  ~

শরতের মেঘ,  ঢেকে যায় আকাশ বারে বারে ~

উষ্ণতা খুঁজি,  বৃষ্টির সহবাসে ~

সর্বাঙ্গ চুমে যায়,  মাতাল হাওয়ার উল্লাসে ~

শিহরীত হই,  নিঃশ্বাস হয় গাঢ় ~

অঝর ধারা,  একাকীত্ব বাড়িয়ে দেয় আরো ~

শরতের ভোরে,  এই উষ্ণ আয়োজন ~

বৃষ্টির সাথে সহবাসে,  ভরে গেছে মন ~

আমার একলা প্রহর, মেঘের কান্নার সুর ~

বিরহের ডানা মেলা গাং চিল,  স্বপ্ন রোদ্দুর ~

ঠিকানা হীন, বিদীর্ণ নীলিমা  ~

বৃষ্টির বুকে থাক,  আমার কস্ট জমা  ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ