
তিড়িং বিড়িং খোকন নাচে,
হরেক তার বায়না।
দিতে হবে কিনে তাকে,
জাদুকরী আয়না।
ভেবে ভেবে মা যে তার,
হলো কুপোকাৎ।
বাবা বলে দেবো দেবো,
পোহাক আগে রাত।
রাত নিশিথে খোকন সোনা,
ঘুমে স্বপ্ন দেখে।
তেপান্তরের মাঠে এক
বক রাক্ষসী থাকে।
সকাল হতেই বায়না জুড়ে,
মা কিনে দাও ঘোড়া।
রাজকুমারী বন্দী এখন,
নেইকো সাহারা।
মাতো পড়লো দারুণ ভাবনায়,
ভেবে হলো সারা।
খোকার আজব বায়না নিয়ে
বেজায় দিশাহারা।
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খোকার বায়নার নেইকো শেষ, মায়ের হলো চিন্তা বেশ। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো ও শুভ সকাল
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্
সুরাইয়া পারভীন
মাতো পড়লো দারুণ ভাবনায়,
ভেবে হলো সারা।
খোকার আজব বায়না নিয়ে
বেজায় দিশাহারা।
চমৎকার লিখেছেন।
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো আপু্
অনন্য অর্ণব
চমৎকার ছড়া কবিতা। ভালো লাগলো খুব।
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া্
মাহবুবুল আলম
ভাল হয়েছে ছড়াটি। তবে-‘কুপোকাৎ’ শব্দটি ব্যবহার না করে অন্য কোন শব্দ প্রয়োগ করলে আরও ভাল হতো।
শুভ কামনা!
ইসিয়াক
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন
ফয়জুল মহী
অসাধারণ, চমৎকার । ভালো থাকুন I
ইসিয়াক
আপনি ও ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
বাচ্চাদের সুন্দর ছড়ায় ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
ইসিয়াক
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“তিড়িং বিড়িং খোকন নাচে,
হরেক তার বায়না।
দিতে হবে কিনে তাকে,
জাদুকরী আয়না।”
খোকন ধরে বায়না
কবির ঘুম আসেনা।
সেকি শুধু ছলনা ?
জানাই শুভ কামনা।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো দাদা।
ভালো থাকুন।
তৌহিদ
আপনি কিন্তু চমৎকার ছড়া লিখিয়ে ভাই। ভালো লাগে পড়তে ছন্দে কবিতায়।
ইসিয়াক
মন্তব্যে অনুপ্রণিত ভাইয়া।
শুভকামনা রইলো ।
সাবিনা ইয়াসমিন
আপনার ছড়া-কবিতা পড়লে আমি আমার ছোটবেলায় ফিরে যাই। 🙂
খুব ভালো থাকুন ইসিয়াক ভাই 🌹🌹
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্ ।