বাতাসের ঘ্রাণে ঘ্রাণে

ছাইরাছ হেলাল ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ১১:১৩:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

 

পিলপিল করে ধেয়ে আসছে দুর্যোগ-দুর্বিপাক দলে দলে,
চিনচিনে স্যাঁতসেঁতে ভয়ের সর্বস্বতায়, বিফল যখন নির্জন অশ্রুপাত,
নির্বিকার সূত্রহীন ভ্যাবাচ্যাকা অন্তরের অভ্যন্তরে শুধুই স্মৃতির যন্ত্রণা;

নিরেট ইউরেকা ইউরেকা শুধুই ধড়ফড়ে দুঃস্বপ্ন,
ক্ষতযুক্ত ম্লান প্রাণে শুধুই খুঁজে ফেরা
একটুখানি উদ্ধার চিহ্ন;

অন্তহীন হিবিজিবি হৃৎপিণ্ডে দিনের পর দিন
স্পন্দমান হৃদয়ের খোঁজ,সামান্যের উত্তাল প্রশান্তিতে,
হইহুল্লোড়ের সাক্ষী-সাবুদ লুকিয়ে;

যেখানে এখন শুধুই জ্যোৎস্নার উজ্জ্বলতা,
সীমান্ত পার ক’রে দেয়া
বাতাসের মিহি ঘ্রাণে ঘ্রাণে চাঁদের নাচন;

ছবি নেটের।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ