প্রিয়তমা ৩

হৃদয়ের স্পন্দন ২৭ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০১:২৪:৪৯পূর্বাহ্ন বিবিধ ৪১ মন্তব্য

প্রিয়তমা
আমি কবিতা লেখতে চাইনি
চেয়েছিলাম দোলনচাঁপা ফুলের ঘ্রাণ
আমি কবি হতে চাইনি প্রিয়তমা
চেয়েছিলাম বেলীর সুবাস।
প্রিয়তমা ,
তোমার ফিরে আসা যদি হয়
কোনো স্বর্ণকমল বিকেলে
গোলাপের ছড়াছড়ি থাকবে উঠোনে ,
রজনীর কোনো সময়ে মাতাল সৌরভ
ছড়াবে কামিনী
তুমি ফিরে আসবেনা প্রিয়তমা এটা আমি জানি।
প্রিয়তমা
তবু বিশ্বাস করতে চাই
তুমি হারাওনি
শুধু ভালোবাসা কিংবা কাছে থাকার
গুরুত্ব বোঝাতে
এ দুরত্বখানি।
প্রিয়তমা
তোমায় নিয়ে সিরিজ লিখি
যেমন
রুমালিকে নিয়ে লিখেছে হামাদী
তোমার নিকট খোলা চিঠি লিখি
যেমন লিখেছিলো সজীব মৃত্যু
শয্যাশায়ী।
প্রিয়তমা
তোমায় ঘিরে প্রলয়ের লেখা ভাবি
প্রিয়তমা
তোমায় ঘিড়ে প্রহেলিকার শেষ
কবিতা আবৃত্তি করি
তোমায় ঘিরেই বাচি আমি
তোমায় ঘিরে মৃত্যু ,
তোমার মাঝেই আমার আমি
বেচেঁ থাক ভালোবাসা আমৃত্য

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ