প্রাপ্তির হিসাব নিকাশ

হালিমা আক্তার ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার, ১২:৪৭:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

মানুষ দুনিয়াতে আসে একা । আবার দুনিয়া থেকে বিদায় নেয় একা। মাঝখানের সময়টুকু মায়া মমতায় শুধু জড়িয়ে থাকা। বাবা-মা-ভাই-বোন সন্তান-সন্ততি বন্ধুবান্ধব কত সম্পর্কের জালে জড়িয়ে থাকে জীবন। এই মায়াজালে আবদ্ধ হয়ে আমাদের জীবনের পথ একটু একটু করে চলতে থাকে। এই চলার পথে মায়া মমতা ভালোবাসা ছড়িয়ে থাকে। থাকে দেয়া-নেয়া প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। জীবন যেমন সকলের একরকম যায় না। জীবনের সকল সময় একই রকম সুখ আনন্দে কাটে না। জীবনের সুখ- আনন্দের পাশাপাশি দুঃখ বেদনা সমান্তরালে চলতেই থাকে। সুখ-দুঃখ অনুভূতির ব্যাপারও বটে। একেক জনের কাছে সুখ একেক ভাবে ধরা দেয়। দুঃখকে ও একেক জন একেক ভাবে কাছে টেনে নেয়।আজ পর্যন্ত সুখ দুঃখ পরিমাপ করার কোন ব্যারোমিটার আবিষ্কার হয়নি। তাইতো ধনী ব্যবসায়ী হয়েও হতাশা বিষন্নতা সাথে করে আত্মহননের পথ বেছে নেয়। আবার রাস্তার পাশে ফুটপাতে রাত কাটানো লোকটি, কিছু নেই জেনেও বেঁচে থাকার সংগ্রামে রত থাকে।

জীবন বহমান নদীর স্রোতের মতো। চর পড়বে। পাড় ভাঙবে। বাঁকের বদল হবে। পলি জমে ভরাট হবে। আবার বর্ষায় বান ডাকবে। স্রোত বইবে সাগর পানে।

৩০৮জন ২২৫জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ