পৌষ এসেই গেলো

তৌহিদুল ইসলাম ৪ নভেম্বর ২০২০, বুধবার, ১০:৩০:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

বাঁশবনে মেটোপথে কুয়াশার চাদর মুড়িয়ে
পৌষ আনাগোনার প্রস্তুতিপর্বে,
লেপ-কাঁথা-কম্বল শুকানোর পায়তারা
আনাচেকানাচে রৌদ্রতাপে মাঠেঘাটে।

উত্তর বাতাসে কাঠগোলাপের ঘ্রাণে
দিগন্তবৃত্তে প্রস্ফুটিত সোনালি ধানের ছড়ায়;
মাকড়শাজালে মুক্তোদানার রুপে
ঝলমলিয়ে ওঠে শিশিরবিন্দু লোলুপ মায়ায়।

স্পর্শে অনুভবের শীতল পরশে
বিরহী সাম্পানওয়ালার হাতছানি ডাকে,
মনেপ্রাণে বেজে ওঠা হেমন্তসঙ্গীতে
সিঁদুররাঙা রাঁধাচূরা দোলখেলে বাতাসে।

আলতোপায়ে সিক্ত ঘাসের আলবেয়ে
অনন্তকালের সাক্ষী বটবৃক্ষের ছায়াতলে,
ক্ষণিকের বিশ্রামে গালগপ্পে বয়ে যাওয়া সময়ে-
এইতো এসেই গেলো পৌষ পৌষালি রুপে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ