পার্থক্য

নূর হোসেন ২৩ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:০৫:৪৩পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

যদি আর না লেখি,
না পাও আমার কোন ভবঘুরে কবিতা;
আমায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে
তোমার চোখের কোঠায় একফোঁটা অশ্রু নেমে আসে-
অথবা দেখতে পাও বালিশের পাশে সিগারেট ভর্তি প্যাক উন্মক্ত;
ধরে নাও আমি মৃত!

একজন জঞ্জাল মানুষের সংখ্যা কমেছে,
কমেছে তোমার যন্ত্রনার মৌলিক উপাদান-
আমার অস্তিত্ব জুড়ে যা ছিলো
তা দুঃস্বপ্ন;
ইহকাল আর এফিটাফের পার্থক্য বুঝতে-
আমাকে বদলি করা হয়েছে ওপারে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ