দৃপ্ততা

সাফায়েতুল ইসলাম ১৩ ডিসেম্বর ২০২০, রবিবার, ০১:৪৪:০৬অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

প্রতিদিনের ছোট ছোট মুহূর্তকে প্রাধান্য দেওয়া, শ্রদ্ধা নিয়ে মনোযোগের সাথে কাজ করা, যেখানে জয় পরাজয়ের কোন প্রশ্ন থাকে না, যেন এক অনিন্দ্য সাফল্যের সিঁড়ি ধরে হাঁটছি।

ওহে মায়াময়ী রজনীর কান্না, আপনাকে নিমন্ত্রণ করি, আসুন! অভূতপূর্ব সব গ্রাহ্য সত্যের কাছে, বেষ্টিত হওয়া নিরাকার ব্রহ্মে, বিঁধে থাকা প্রকৃতির পরমানন্দে, পুষ্পারতি হওয়া দ্যুতি'র দৃপ্ততায়। আরও পদার্পণ করি নতুনত্বে, ক্ষুদ্রত্ব বিষয়ে অভিভূত হতে থাকি নিজেকে বিস্তৃত করার প্রথম ধাপে। আসুন! আমরা আরও কাছাকাছি যায়, যেখানে দুঃখ, বেদনা কিংবা কষ্টরা নিষ্পেষিত হতে থাকে, ধূলিসাৎ হতে থাকে অহেতুক সব জঞ্জাল আর অনর্থক সব বঞ্চনা।

নিমন্ত্রিত অতিথি, আসুন! জলপ্রপাতের মত স্নিগ্ধ অনুভূতির কাছাকাছি, যেখানে পাশাপাশি বয়ে যায় দুর্বোধ্য কন্ঠস্বর ও লৌহ প্রজ্বলনের মতো দুর্দমনীয় সব প্রতাপ। আমরা আরও বিশ্বাস করি, আমাদের প্রকাশিত সব নিরস্ত্র সত্যের অতুল্যে রয়েছে অমৃতের স্বাদ ও স্বর্গতুল্য সুখ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ