নেকড়ে মন

আলমগীর সরকার লিটন ১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৭:৪৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আাকাশময় যেনো ঝাঁঝল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলোই না;

বনও নেকড়ের মতো আচরণ করল
শোকাহত সময়ের উঠনেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্তময় বিণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি হলো
অতঃপর নেকড়ে মন আজও রয়েই গেলো।
২৮ শ্রাবণ ১৪২৮, ১২ আগস্ট ২১

৪৩২জন ৩০৫জন
16 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ