দেখা হলোনা চোখ মেলে —– দুই

উর্বশী ২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার, ০৩:৫৬:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

তোমায় জানান দিচ্ছে  আজ,
ঝিরিঝিরি বাতাসে  হাসনাহেনার কাঁপনে।
গাছ, লতা, পাতা, ও ফুল,
অস্তমিত লাল টুকটুকে সূর্যের অবগাহনে।
জানান দিচ্ছে মেঘের পরে মেঘ,
ঢেউ খেলানো স্বচ্ছ জল।
কলমের আঁচড়ে পাতায় পাতায়,
বন্ধন ও  বিচরণ ছিল শতদল ।
না চাইতেই বিচরণ  হলো  শেষ,
না চাইতেই  সবার থেকে হলে নিরুদ্দেশ।
অদৃশ্য  হলেও দৃশ্যমান সবই নিরবধি।
প্রতিটি  পার্বণেই খুঁজে পাই তোমার উপস্থিতি।
তুমি চলে গিয়ে এখন আমার ভাবনার নীল প্রজাপতি,
আমি হয়ে পড়েছিলাম নিরুপায়,
সকল দ্বিধা ঝেড়ে ফেলে দিয়ে তোমার প্রতিক্ষায়।
তোমার ভাবনা গুলো খারাপ লাগলেও নিতান্তই আপন,
শুন্য হাত নিয়ে করতে  হয় চির প্রত্যাবর্তন।।

উৎসর্গ ঃ----- প্রিয় আরজু মুক্তা আপু।
                  বিনম্র শ্রদ্ধাঞ্জলী । 

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ