আমাদের লাগে বলেই আমরা প্রতিবাদ করি , জীবন দেই অকাতরে ।
বাংলা ভাষার জন্য প্রতিবাদ করে আমাদের ভাই
রফিক সফিক ছালাম বরকতেরা জীবন বিলায়
১৯৫২ তে যখন সমস্ত দেশ বাংলার পক্ষে ছিল তখনো তোমরা উর্দুর পক্ষে ছিলে ।
আসাদেরা এভাবেই মরে যায় স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায়
১৯৬৪ , ১৯৬৯ হয়ে এলো ১৯৭১
মহিউদ্দীন জাহাঙ্গীর ,হামিদুর রহমান , মোস্তফা কামাল , মোহাম্মদ রুহুল আমিন ,মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ , নূর মোহাম্মদ শেখ - এই সাত জন বীরশ্রেষ্ঠ হয়ে আমরাই জীবন বাজী রেখে যুদ্ধ করি দেশের স্বাধীনতায় । রুমি হয়ে যাই মায়ের চোখের সামনে । তারামন বিবিরা হ শান্ত হয়ে ঘর সংসারের চিন্তা পরিত্যাগ করে অশ্র হাতে যুদ্ধ করে । শত সহস্র অযুত বীর আমাদের এই সোনার বাংলায় ।
তোমরা তখনো এই বীরদের বিরুদ্ধে ছিলে , যুদ্ধ করেছো এই বীরদের বিরুদ্ধে , সাধারন বাঙালীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ ১৯৪৭ এর পর থেকেই ।
এই শত সহস্র বীরদের মাঝে তোমাদের আদর্শ নেই কেউ। তোমাদের আদর্শ মওদুদি , গোলাম আজম , দেলোয়ার হোসেন সাইদি , কাদের মোল্লা , মতিউর রহমান নিজামি , মুজাহিদি , সালাউদ্দিন কাদের চৌধুরী ।
তোমাদের বীর ভাবো ভারতে জন্ম গ্রহনকারি তিতুমীরকে । তোমরা বীর ভাবোনা আমাদের এত বীরদের মাঝে কাউকে ।
সেই ১৯৪৭ থেকে আজ ২০১৩ , এত দীর্ঘ সময়েও তোমাদের অবস্থানের সামান্যতম পরিবর্তন হয়নি ।
আমরা জীবন দিয়ে এদেশের বঞ্চিত নাগরিক । আর তোমরা জীবন নিয়েও এই দেশের সুবিধাভোগী নাগরিক । তোমাদের গাড়িতে উড্ডীন হয় জাতীয় পতাকা , ইসলামী ব্যংক সহ অন্যন্য প্রতিষ্ঠান গড়ে হয়ে ওঠো সম্পদশালী । অথচ তোমরা এদেশের কেউ না ।
পরগাছা , পরজীবী ,রাজাকার , জামায়াত ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ