
‘ভাই শুধু টাকা জমিয়ে যাচ্ছে। ব্যাংকে রাখে, ইন্সুইরেন্স করছে, ডিপিএস আরও কতকিছু।’
‘না রেখে উপায় নেই। ছেলে সন্তান হয়েছে। কিছু না রেখে পিতাকে গালি দিয়ে বলবে আমাদের কি করেছো?’
‘আমি ভাই কিছুই রাখবো না। আল্লাহ যা রাখে কপালে।’
‘শুনুন, আমাদের বাপমায়ের সামর্থ্য ছিলো কিছু দেওয়ার। এমনকি আমাদের সময়ে আমরা স্কুলে গিয়েছি কিনা তারও কোন খোঁজখবর নিতো না। আর এখন…।’
‘হুম, এটা একদম ঠিক কথা বলেছেন। এখনকার ছেলেমেয়েরা বলে তোমার বাবার কিছু ছিলো না বলে তোমাকে কিছু দেয়নি। কিন্তু আমার বাবা! আমার বাবা সরকারি চাকরি করে।’
‘তাহলে ভেবে দেখুন। টাকা না জমিয়ে কি করবো? দিনশেষে সন্ধ্যা ঠিকই নামে।’
‘হুম ভাই। এখন থেকে আপনার মতো…!’
‘আরে! উঠে যাচ্ছেন কোথায়? বসুন। একটা গল্প বলি।’
‘আচ্ছা, বলুন।’
আমেরিকার কোন এক বিখ্যাত হোটেলে বিল গেটসের মেয়ে খাবার খেতে গিয়েছে। অবশ্য সে হোটেলের ওয়েটার থেকে শুরু করে অনেকেই তাকে চেনেন। এবং তাকে নিয়ে বলাবলি শুরু করলো যে এই মেয়েটিই হলো পৃথিবীর একমাত্র ধনীর মেয়ে।
খাবার দেওয়া হলো। খাবার খেয়ে খাবারের মূল্যসহ ৫০০ ডলার ওয়েটারকে বকসিস দিয়ে বের হয়ে গেলো।
ঠিকই একই হোটেলে বেশকিছু দিন পর বিল গেটস নিজেও খাবার খেতে হাজির হলো। এবং যথারীতি সবাই বলাবলি শুরু করলো এই ব্যক্তিই পৃথিবীর এক নাম্বার ধনী। যার কোন কিছুর অভাব নেই।
খাবার দেওয়া হলো। খাবার খেয়ে খাবারের মূল্যসহ… ডলার ওয়েটারকে বকসিস দিয়ে বসে মোবাইল টিপতে শুরু করলো।
ওয়েটার খাম থেকে মূল্যসহ বকসিস বের করে অবাক /তাজ্জব হয়ে গেলো। এবং কিছু প্রশ্ন এসে তার মনের মন্দিরে ভিড় করলো।
অবশেষে বুক অবধি সাহস নিয়ে বিল গেটসের সামনাসামনি দাঁড়িয়ে রইলো। বিল গেটস জিজ্ঞেস করলো, ‘কিছু বলবেন কি?’
ওয়েটার বলল, ‘জ্বি স্যার। একটা প্রশ্ন ছিলো।’
বিল গেটস, ‘ঠিক আছে। বলুন।’
ওয়েটার, ‘স্যার, কিছুদিন আগে আপনার মেয়ে এসেছিলো এখানে। এবং খাবার খেয়ে খুশি হয়ে আমাকে ৫০০ ডলার বকসিস দিয়ে গেছেন। অথচ, আপনি পৃথিবীর ১ নাম্বার ধনী হয়েও আমাকে মাত্র ৫ ডলার বকসিস দিলেন।’
বিল গেটস, ‘আপনার এখানে যে এসেছিলো তার বাবাকে চেনেন? তার বাবা হলো পৃথিবীর ১ নাম্বার ধনাঢ্য ব্যক্তি। এজন্যই সে আপনাকে ৫০০ ডলার দিয়েছে। আর আজকে যে এসেছে তাকে চেনেন? তার বাবা ছিলো দিনমজুর। সে আপনাকে ৫ ডলার বকসিস দিয়েছে এটা আপনার সৌভাগ্য।’
২১টি মন্তব্য
ত্রিস্তান
বোতাম ঘুরিয়ে পরলেও জামা কিন্তু নতুন হয়ে যায় নি হা হা হা।
নৃ মাসুদ রানা
ও তাই, বেশ ভালো। আপনাকে নতুন পেলাম।
কামাল উদ্দিন
পুরোনো গল্প হলে বিষয়টা সব সময়ই আমাদের ভাবনায় ফেলে।
নৃ মাসুদ রানা
ও তাই বেশ ভালো।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন ভাই
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে গল্প বলাটা। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর, শুভ মধ্যাহ্ন।
সাবিনা ইয়াসমিন
জানা গল্পেও নিত্ত নতুন অনেক কিছু শেখার থাকে।
নৃ মাসুদ রানা
একদম সত্যি কথা
সুপায়ন বড়ুয়া
বাস্তবতা বড় নির্মম ,
প্রাচুর্যে থেকে বড় হলে
সে অর্থের মুল্য বুঝে না।
শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, ভালো লাগলো।
ফয়জুল মহী
অনুপম ভাবনা । সুন্দর লেখনী, ভালো লাগলো ।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
সাদিয়া শারমীন
ভাল লাগলো।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়
রেহানা বীথি
যে ব্যক্তি কষ্টে কিছু অর্জন করে সে-ই বোঝে তার মর্ম।
সুন্দর পোস্ট।
নৃ মাসুদ রানা
আসলেই একদম সত্য কথা বলেছেন।
পর্তুলিকা
জানা গল্পটা আবার নতুন করে জানলাম। শিক্ষার শেষ নেই। গল্পের মেসেজ টা অনুসরণ করার মতো।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয়, আমি শুধু উপস্থাপন করেছি মাত্র।
আরজু মুক্তা
অতীত মনে রাখা উচিত। তাহলেই সে প্রকৃত মানুষ হবে।
নৃ মাসুদ রানা
একদম সত্যি কথা বলেছেন।