
পরিপূর্ণ স্বপ্ন গুলো জলের ভেলায় ভাসে
আলো চোখে আঁধার তুমি থাকো কত্ত দূরে,
রং উল্লাসের তীব্র চাওয়া দুচোখ মেতে আছে!
জীবন দশায় নিঃসঙ্গ এক পাখি
ঘুমহীন দুটি চোখে শব্দ নিঃসঙ্গতায় হাসে;
গভীর কালো আকাশের গায়ে-জল বিছানা পেতে,
হারানো সেই শব্দ গুলো শিশির জলে ভাসে,
অ-ঘুমন্ত হৃদয় -মন- গোপন আস্তানা খুঁজে ;
স্বপ্ন স্হায়ী- নিরন্তন বিষন্নতার দীর্ঘশ্বাস
মঞ্চে উঠে জুড়ে ছিলো সুন্দর এক পৃথিবী,
১৭টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শব্দ চয়ণ ও উপমার সমাহার।
বেশ হৃদয়ছোঁয়া নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা ও
শুভ কামনা
জানবেন
সতত্
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মন্তব্যে মুগ্ধতা,
ভালো থাকবেন সব সময় শুভ কামনা /
শুভেচ্ছা জানাবেন।
তির্থক আহসান রুবেল
ভাই শেষে আরেকটা লাইন জুড়ে দেন। চমৎকারভাবে এই সময়ের ধারার একটা গানের লিরিক্স হয়ে যাবে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া,
মন্তব্যে মুগ্ধতা।
ভায়া কবিতাটি এখনো শৈষ হয়নি,
আরো দুই খণ্ড বাঁকি।
ভালো থাকবেন শুভ কামনা, শুভেচ্ছা জানাবেন।
সঞ্জয় মালাকার
দুঃখিত, শেষ হয়নি হবে।
রিতু জাহান
মনে হয় জলের ভেলায় ভাসে হবে, টাইপিং মিসটেক।
অ-ঘুমন্ত হৃদয় ভালো লেগেছে শব্দটা।
শুভকামনা রইলো
সঞ্জয় মালাকার
হু, জলের ভেলায় ভাসে টাইপিং মিস্টেক।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু,
ভালো থাকবেন শুভ কামনা /
জিসান শা ইকরাম
আপনাকে এখানে আবার দেখে ভালো লাগছে খুব।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, কৃতজ্ঞতা ও মুগ্ধতা,
ভালোবাসা নিবেন, ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
হালিমা আক্তার
স্বপ্ন কে আমার কাছে সব সময় অসম্পূর্ণ মনে হয়। স্বপ্ন যায় আর আসে পূর্ণতার সময় কোথায়। সুন্দর শব্দ শৈলী। শুভ কামনা রইলো।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু,
হয়তো স্বপ্ন দেখতে দেখতে একদি পুর্ণতা পাবে,
স্বপ্নতেই অসম্পূতা খুঁজে সামনে যাওয়া।
ভালো থাকবেন শুভ কামনা,
শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ //
রোকসানা খন্দকার রুকু
ভাই লেখার নিচে আন্ডারলাইন, চোখে লাগছে। আমি কবিতা বুঝি না। ভুল হলে সরি!
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা আপু,
ভালো থাকবেন শুভ কামনা /
সাবিনা ইয়াসমিন
অধরা স্বপ্ন নিয়ে ছোটো কবিতা সুন্দর হয়েছে।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি কৃতজ্ঞতা ও মুগ্ধতা।
ছাইরাছ হেলাল
স্বপ্ন যেখানে ই থাকুক, ধরা বা অধরা, আমরা স্বপ্ন দেখে/নিয়েই বাঁচি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা,
ভালো থাকবেন শুভ কামনা।