
রূপার মস্তিষ্ক জুড়ে অজস্র ভাবনার আনাগোনা। আকাশ পাতাল কতোকিছু ভাবছে রূপা। আজকের এই সন্ধ্যা বিষণ্ণ বিষাদময় না হয়ে, হতে পারতো কোনো স্মরণীয় সন্ধ্যা। রূপার জীবনে প্রত্যেকটা সন্ধ্যা অনির সাথে কাটানোর কথা ছিলো। আচ্ছা সেদিন যা ঘটেছিল তা না ঘটে রূপা যা চেয়েছিল সেটা যদি ঘটতো তবে কি ওরা অনেক বেশি সুখী হতো? রূপার সন্ধ্যা গুলো কি অনেক বেশি সুন্দর হতো?
স্টেশনের প্লাটফর্মে গিজগিজ করছে অসংখ্য মানুষ। হয়তো সবাই অপেক্ষা করছে আপন নীড়ে ফিরার। প্রিয়জনের কাছে ফেরার। কখন ট্রেন আসবে সে অপেক্ষায় যে যেখানে পেরেছে বসেছে। হঠাৎ রূপার অস্বস্তি আরো বেড়ে গেলো। রূপার মনে হচ্ছে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রূপা এবার অনিকে বললো
-চলুন এবার ফিরা যাক। অনেক হাঁটা হয়েছে।
-তুমি কী আর হাঁটতে পারছো না?
-হাঁটতে পারছি না তা নয়, হাঁটতে ইচ্ছে করছে না।
-কেনো বলো তো? আমি সাথে আছি বলে!
রূপা মনে মনে বললো একদম ঠিক ধরেছেন। আপনার সাথে হাঁটতে হচ্ছে বলেই অস্বস্তি হচ্ছে,বিরক্ত, রাগ সবই হচ্ছে।
-ঠিক তা নয়। এতো মানুষের মধ্যে হাঁটতে আমার অস্বস্তি লাগছে। না জানি সবাই কি ভাবছে আমাদের নিয়ে? কে বলতে পারে হঠাৎ কেউ বাজে কিছু বলে বসলো
-রূপা তুমি অযথায় ভাবছো। এটা আমার এরিয়া। এখানে এমন কেউ নেই যে আমার সাথে তোমাকে দেখলে বাজে কথা বলবে।
-হুম।
-রূপা চলো একটু বসি। তারপর না হয়…
-হুম চলুন।
-রূপা তুমি কী আমার উপর রেগে আছো?
-কেনো বলুন তো? আপনার উপর রেগে থাকবো কেনো? আর তাছাড়া যার তার উপর রাগ করা যায় না।তার উপরই রাগ করা যায় যার উপর অধিকার থাকে।
-তুমি খুব মিষ্টি করে কথা বলো রূপা। এতোই মিষ্টি যে কথা গুলো সারাসরি কলিজায় লাগছে। হৃৎপিণ্ড ছেদ করে বেড়িয়ে যাচ্ছে।
-কি আর করা যাবে বলুন? আমি এমনই
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপু চমৎকার লাগলো ওদের মিলনটা দিয়েই দেন। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
কালকের পর্বের জন্য অপেক্ষা করুন দিদি। দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়?
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
অনির মিষ্টি মিষ্টি কথায় রূপা আবার না পটে যায় 🙂
ভালো হচ্ছে পর্বগুলো।
শুভ কামনা ছোট আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
রূপা অপছন্দের মানুষের সাথে সময় কাটাচ্ছে, বিরক্তি জানিয়ে,
তবুও এর মধ্যে কী যেন একটু সম্পর্কের রেশ রয়েই গেছে, এটির ভাল উপ্সথাপন হয়েছে।
সুরাইয়া পারভীন
রূপার এতো দিনের ক্ষোভ/রাগ যে ভুল ছিলো এটা অনি রূপাকে বোঝাতে সক্ষম হবে আগামী পর্বে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময়
ফয়জুল মহী
এক রাশ ভালো লাগার ভালোবাসা ।মনোরম লেখনী ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
পুরনো প্রেম জাগ্রত হয়েছে নাকি একে অপরের সাথে গেম খেলছে কে জানে? কাউকে বিশ্বাস নাই ,চলুক গল্প।
সুরাইয়া পারভীন
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
আপনিও ভালো থাকবেন
সুপায়ন বড়ুয়া
“তুমি খুব মিষ্টি করে কথা বলো রূপা। এতোই মিষ্টি যে কথা গুলো সারাসরি কলিজায় লাগছে। হৃৎপিণ্ড ছেদ করে বেড়িয়ে যাচ্ছে।“
এটা কি অনির সত্যি কথা নাকি ক্ষনিক আবেগের
জানার অপেক্ষায় রইলাম।
সুরাইয়া পারভীন
রূপার কথা গুলো প্রচণ্ড ঝাঁঝালো দাদা
তাই এ কথা বলছে অনি।
আন্
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
সে কী, পুরোনো প্রেম জেগে উঠবে নাকি?
পড়লাম না পড়া পর্বগুলো, ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
অনুর মিষ্টি রসালো কথায় আবার পুরনো প্রেম নব প্রেমে ভরে উঠবে মনে হচ্ছে।
ভালোভাবে এগিয়ে যাচ্ছে গল্প।
পরের পর্বের অপেক্ষায় দিদি?
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
পুরণো প্রেমের পুনরুত্থান!
সুরাইয়া পারভীন
ঐ আর কি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়