ছবিতা

রিতু জাহান ২৫ জুলাই ২০২১, রবিবার, ০৮:৪৬:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

এক চিলতে আকাশ ,, পলকে পলকে খোঁজে সময়ের চলে যাওয়া,,
এখানে এমন সব স্মৃতি পুনরুজ্জীবিত ,
বিষণ্নেরা হতভম্ব পেঁজা-তুলো মেঘ-ও থমকে
একলা তারা আগলে, ভরা জ্যোৎস্না ঢালে চাঁদ,
ঐ রাতের বুকে জ্যোৎস্নাময়ী সেজে ।
ক্ষয়িষ্ণু হয়ে হয়ে কৃষ্ণপক্ষে ডুবে যাবে এ শুক্লপক্ষের চাঁদ।
নিজেকে অযোগ্য আখ্যায় ভালবাসার হাতছানি আহ্বান
হৃদয়ের আকুলতাও ডুবেছে তেমন কৃষ্ণগহ্বরে, অসীম মহাশূন্যে।
আমার ভিতরে তাই তুষার জমে জমে অভিমান।
ভালবাসি খুব ভালবাসি কথাগুলো ডুবে গেছে
শান্ত গভীর অরণ্যের ঝিলে।

যুক্তিবুদ্ধির অগোচরে কোকিল কুহরে
শান্ত সায়রে প্রতিবিম্বিত অবয়বে হাজার কথার ভীড়।
উচ্ছলিত আবেগের খেয়ালী ভাবনায় সেজে ওঠে
অতীন্দ্রিয় অস্তিত্বের কল্পিত বাসর।

আনমনা ভাবনার জলে সম্বিৎ ফেরে
হাত বাড়াতেই জলে ডোবে উচ্ছসিত আবেগ,
আহ্লাদিপনার আনন্দ বা পরমানন্দ।
স্বরূপ শক্তির স্পষ্ট অবয়ব উঁকি মেরে হাসে
নাকি তিরস্কার করে!
জীবন সংসারে জীবনবোধ, সংসার সমাজ
মায়া মমতা এসব তো জীবনীশক্তি।
স্বরূপ শক্তিতে আকাঙ্ক্ষার চাওয়া কি?
বুঝতে বুঝতে মধ্যাহ্ন ও শেষ যেনো।

হেঁটে আসা ফিরতি পথে মুক্তির এক এক স্তর
সে স্তরে স্তরে অপলক চোখে অশ্রুজলের নদী।

রিতু জাহান,,

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ