চার্জ

সরদার মু: শামসুল ইকরাম পিরু ৯ জুন ২০১৪, সোমবার, ১০:৪৯:৪৬অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

চার্জ না দিলে সব কিছুই অফ হয় –
তা ব্যাটারি হোক বা সম্পর্ক।

সঠিক চার্জের জন্য দরকার চার্জ নিতে সক্ষম একটি ব্যাটরি। আনুসঙ্গিক উপকরন – সকেট, ভালো পিনওয়ালা চার্জার এবং বিদ্যুত। চার্জ নেয়ার সক্ষমতা প্রধান বিবেচ্য বিষয়।

সঠিক সম্পর্কের জন্য দরকার চার্জ নিতে সক্ষম একজন ব্যাক্তি। আনুসঙ্গিক উপকরন – মনযোগ, ভালো চার্জ দিতে পারে এমন এক ব্যাক্তি এবং আন্তরিকতা। চার্জ নিতে সক্ষমতা প্রধান বিবেচ্য বিষয়।

তবে ওভার চার্জড এর বিষয়ে সাবধানতা অবলম্বন আবশ্যক।

৫০০জন ৫০০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ