খুব সাধারন , সরল একজন মানুষ । ইচ্ছে করেই নাম পরিচয় জিজ্ঞেস করিনি। হয়ত পরিচয় জানাশোনা হলে এই স্মৃতি টুকু পাল্টে যেতে পারে এই ভয়ে । কত অল্পতে একজন মানুষ খুশি হতে পারে , তা এই মানুষটি একটি উদাহারন। মাঝে মাঝে দেখি আমি ছবিটি ।
মোবাইল কিনতে গিয়ে ক্যামেরা ঠিক ভাবে কাজ করে কিনা ছবি তুলে দেখতে হবে
দোকানের সামনে দাঁড়ানো ছিলেন উনি
একটি ছবি তুলি আপনার ?
কেন নয় ?
মোবাইল তাঁর দিকে তাক করতেই - দাড়ান , একটু ফিটিং করে নেই
আচ্ছা করেন
বুকের বুতাম লাগালেন
আপনার কাছে চিড়ুনি আছে ? বললেন উনি
না নেই , আমি আংগুল দিয়ে মাথা আঁচড়াই বাইরে বের হলে ।
আচ্ছা লাগবে না , বলে দুই হাত দিয়ে মাথার উপর কিছুটা ঘষলেন ।
মাথায় যে চুল নেই , এটা তিনি ভুলে গেছেন মনে হয় ।
তুলেন এবার ।
মোবাইল উচু করলাম
দাড়ান দাড়ান , আমি হাসি দিয়ে নেই , বললেন উনি
আচ্ছা হাসুন
নিন তুলুন এবার
ক্লিক ক্লিক
দেখি কেমন এসেছে ছবি 🙂
খুব সুন্দর এই যে দেখুন ----
নিজের ছবি দেখার পরে তাঁর মুখে যে হাসি আর আনন্দ দেখেছি , আমার এই জিবনে দেখা সেরা আর নির্মল আনন্দ মাখানো মুখের হাসির মাঝে সে হাসি অন্যতম ।
Thumbnails managed by ThumbPress
১৮টি মন্তব্য
খসড়া
নিজের ছবি দেখার পরে তাঁর মুখে যে হাসি আর আনন্দ দেখেছি , আমার এই
জিবনে দেখা সেরা আর নির্মল আনন্দ মাখানো মুখের হাসির
মাঝে সে হাসি অন্যতম ।
জাস্ট স্পিচলেস। :c (y)
জিসান শা ইকরাম
লোকটির চোখের দিকে তাকিয়ে দেখুন । শিশুর মত সরল ।
নিশিথের নিশাচর
ভালো লাগলো মানুষের মাঝে এখন ও হাসি আনন্দ আছে সেটা এই লিখা পড়ে বুঝা গেলো।
নিজের ছবি দেখে তার আনন্দের বহিঃপ্রকাশ করেছে।
হাসি আনন্দে বেঁচে থাকুক মানব জাতি।
জিসান শা ইকরাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
স্বপন দাস
আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা নিস্পাপ এই মানুষ গুলির অতি অল্পতেই খুশি হওয়া নিস্পাপ হাসি আমরাই আসলে দেখতে ভুলে গিয়েছিলাম— নিজেরাই যেন শুধু কস্ট আর পাপ খুঁজে বেড়াই অবিরাম ।। ধন্যবাদ জীবনের এই পজিটিভ দিকটা তুলে ধরবার জন্যে ।। সত্যিই অতুলনীয় এই হাসি ।।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে । হাসি বজায় রাখুন 🙂
আদিব আদ্নান
অকৃত্রিম সারল্য একেই বলে ।
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন
সমস্ত ঘটনা এখনো জীবন্ত আমার কাছে ।
ছাইরাছ হেলাল
ছবিটি কিন্তু ভালই হয়েছে ।
জিসান শা ইকরাম
যাক বাচলাম
ক্যামেরাম্যান এর সনদ পাইছি 🙂
বনলতা সেন
তা মোবাইলের ছবিটি দেখালে মন্দ হত না ।
মোবাইলের ছবি না বললে বুঝতাম না ।
জিসান শা ইকরাম
মোবাইলের ছবি কেমনে দেখাই?
কই যে ডুব দিলেন বনলতা সেন!
২০১৩ সনের জবাব এখন দিচ্ছি, জাতি কি মেনে নেবে?
লীলাবতী
এরাই আসলে সাদা মনের মানুষ । ছবিটি সুন্দর তুলেছেন ।
জিসান শা ইকরাম
হ্যা এরাই সাদা মনের মানুষ।
লীলাবতী লাপাত্তা,
সেডরিক
কোন মোবাইল কিনলেন?
জিসান শা ইকরাম
ছয় বছর আগে কিনেছিলাম, সম্ভবত সিম্ফনি।
নীরা সাদীয়া
সেই মানুষটির ছবিটি এখানে যোগ করলে আরও ভালো হতো। এমনিতেই আপনার বর্ননা যেন ছবির মত। এই বর্ননা পড়ে মনে হয় যেন লোকটিকে এবর্ তার সরল মনোজগৎ কে দেখা যাচ্ছে স্পষ্ট।
জিসান শা ইকরাম
সেই মানুষটির ছবি তো দেয়াই আছে পোষ্টে, দেখতে পারছো না তুমি?