কদম্ব ফুলের হাসি

বোরহানুল ইসলাম লিটন ২৭ মে ২০২২, শুক্রবার, ০৫:৪১:২৯পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

বৃষ্টিস্নাত আষাঢ়ের বৈকাল পেলেই
নদীর কিনারা ঘেঁসে ধেয়ে চলে
দলছুট অম্বুদ সেজে ব্যাকুল এ মন,
নিভৃতে ছড়াতে চায় যতনে সোহাগে
ছায়া ঘেরা স্বপ্নময় চেনা এক গ্রামে
অতল পিয়াসী তার আছে যতো অস্ফুট অনুরণন।
লোক-চক্ষুর আড়ালে জাগাতে সে ঘাটে
রঙিলা নায়ের প্রাণ,
গলুইয়ের প্রান্তে বসে গাইতে চায়
ব্যাকুল দোলনে একা গলা ছেড়ে ভাটিয়ালী গান।
সখ্যতা বাড়াতে চায় পাখিদের সাথে
পূবাল বাতাস এনে দোলা দিয়ে থেকে পাশাপাশি,
সোঁদা গন্ধ মাখা কোন উঠোন বাতায়
যদি দ্যাখে আজও আছে পথ চেয়ে অপেক্ষায় সেই
’কদম্ব ফুলের হাসি’।

ছবিঃ নেট থেকে।

৩২৮জন ২২৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ