এখানে ওখানে সেখানে

ছাইরাছ হেলাল ২৪ এপ্রিল ২০২১, শনিবার, ০৫:৪৭:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

বাজ-পড়া তালগাছ ঠায় দাঁড়িয়ে, স্থাণু,
সাধ ছিল, ছিল স্বপ্ন, বিশ্রাম-পথিক ছিল,
ছিল বাবুইদের ঘরদোর;
এখন শুধুই মৃত্যুর তারিখ খোদিত হয়ে আছে,
জন্ম! কেউ জানে না, জানি না, জানবে-ও না;

ভেকধারী কেউ বলতেই পারে,
জানি কিন্তু বলবো না!!

ছিঁড়ে যাওয়া বোতাম কেউ খোঁজে-না,
জেগে থাকা রাতে-চোখ কেউ দেখে-না
সেখানে লুকিয়ে থাকে/আছে অজস্র-দীর্ঘ-রাত,
অদৃশ্যের শূন্যস্থান শূন্যে-ই নির্বাসিত,
অদৃশ্যের আয়নার মত।

বাজ খাওয়া তাল গাছ,এই তো এখানে,
ঐ তো ঐখানে, ছিল-ও, সে-তো কোন এক কালে;
এখানে ওখানে সেখানে।

ছবি নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ