আমার ঈদ আনন্দ

পুষ্পিতা আনন্দিতা ১৩ মে ২০২১, বৃহস্পতিবার, ১১:১০:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৫ মন্তব্য

ঈদ হইলে ছোটবেলায় আমাদেরও মজা হইতো। যেহেতু হিন্দু এলাকায় জন্ম আর বেড়ে ওঠা কাজেই আশেপাশে কোনো মুসলিম পরিবার ছিলো না। তবু ঈদের কদিন আনন্দে যেতো কারণ টিভিতে ঈদের অনুষ্টান। প্রথমে বিটিভি এরপর এলো ইটিভি। কদিন ধরে টিভির সামনে বসে থাকতাম। এরপর ক্লাস এইটে উঠে দূরের স্কুলে গেলাম। ঈদের দিন নিমন্ত্রণ থাকতো বান্ধবীর বাসায় আমাদের বন্ধুদের সবার। আমরা সকালে গিয়ে সারাদিন থাকতাম। আরও সময় গেলো ঢাকা গেলাম। তখন রোজা শুরু হওয়া মানেই লম্বা সময়ের জন্য হল ছেড়ে বাড়ি চলে যাওয়া মায়ের কাছে, ওটাও আনন্দ। ঈদ আমাদেরও আনন্দ দিতো এইভাবে।

যাই হোক অন্যধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে যাদের সমস্যা নেই সেইসব মুসলিম ভাই বোন বন্ধুদের ঈদের শুভেচ্ছা। পরিবার পরিজন নিয়ে সবার ঈদ ভাল কাটুক। কালকে প্রথম আলোর ‘ লাল চশমা লইয়া বাড়ি আইবা কবে বাবা’ প্রতিবেদনটা পড়ে মন খারাপ হয়ে গেছে। যে কোনো উৎসবে পরিবারের সাথে থাকার জন্য মানুষ কেন ব্যস্ত হয় তা আমরা যারা পরিবার থেকে দূরে থাকি তারা ভাল জানি। যারা বাড়িতে গেছেন আশা করি সুস্থভাবে ফিরতে পারবেন।

সবাই নিরাপদে থাকেন, ঈদ মোবারক।

===========

পুস্পিতা আনন্দিতা

নিউইয়র্ক।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ