আকাঙ্ক্ষা

মুহম্মদ মাসুদ ৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১০:২৮:২১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

বালিকা,
তুমি আমার নদী হবে?
যাবো নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে।
তরী ভেসে যাবে অজানা গন্তব্যের পথে।
বালিকা,
তুমি আমার শিশির বিন্দু হবে?
মিশে যাবো ভোরের সূর্যকিরণে।
ঘাসফড়িং ডাকপিয়নের খবর দেবে।
বালিকা,
তুমি আমার মধ্যাহ্ন হবে?
বিলীন হবো রোদ সূর্যের প্রেমাবেগে।
তপ্ত দুপুরে মরমরে পাতায় সংসার পাতবো।
বালিকা,
তুমি আমার বিকেল হবে?
নদীর তীরে কাশফুলের সন্ধ্যে নামবে।
তুমি-আমি খালি পায়ে ডুবডুবি খেলব।
বালিকা,
তুমি আমার সন্ধ্যে হবে?
সন্ধ্যে সূর্য স্নানের বাসর হবে।
চাঁদের পাহারায় দিনরাত্রির মিলন হবে।
বালিকা,
তুমি আমার রাত্রি হবে?
জোনাকিগুলি রাতের তৃতীয় পর্ব সাজাবে।
তুমি-আমি, আমি-তুমি দেহ শূন্য নগ্ন উঠান।

ছবিঃ সংগৃহীত

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ